০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার শীর্ষ মাও নেতা পবিত্রদা, মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২৫ লক্ষ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ জুলাই ২০২২, শনিবার
  • / 53

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার হলেন অন্যতম শীর্ষ মাওবাদী নেতা নন্দলাল সোরেন ওরফে পবিত্রদা। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২৫ লক্ষ টাকা। ঝাড়খন্ড পুলিশ সূত্রে খবর নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের এই নেতা ঝাড়খণ্ডে এরিয়া কমিটিতে হিতেশ এবং বিজয়দা নামেও পরিচিত ছিলেন।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

শনিবার ঝাড়খণ্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের একটি দল পীরতন্ড থানা এলাকার কোদাদিহ গ্রামে অভিযান চালিয়ে পবিত্রদা কে গ্রেফতার করে। তোপচাঁচির জঙ্গল অন্যতম মাওঘাঁটি বলেই পরিচিত।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

৫৫ বছর বয়সী এই মাও নেতা বারবার পুলিশের চোখ কে ফাঁকি দিয়েছেন।গ্রেফতার হননি। তবে তাঁর স্ত্রী চাঁদমনি মুর্মু এই মুহূর্তে জেলবন্দী।পবিত্রদার ভাগ্নে চমন ওরফে লম্বু, পশ্চিম সিংভূম জেলার সারান্ডা এলাকায় সক্রিয় একজন ‘ওয়ান্টেড’ মাওবাদী নেতা।
ছবিঃ প্রতীকী

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার শীর্ষ মাও নেতা পবিত্রদা, মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২৫ লক্ষ

আপডেট : ৯ জুলাই ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার হলেন অন্যতম শীর্ষ মাওবাদী নেতা নন্দলাল সোরেন ওরফে পবিত্রদা। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২৫ লক্ষ টাকা। ঝাড়খন্ড পুলিশ সূত্রে খবর নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের এই নেতা ঝাড়খণ্ডে এরিয়া কমিটিতে হিতেশ এবং বিজয়দা নামেও পরিচিত ছিলেন।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

শনিবার ঝাড়খণ্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের একটি দল পীরতন্ড থানা এলাকার কোদাদিহ গ্রামে অভিযান চালিয়ে পবিত্রদা কে গ্রেফতার করে। তোপচাঁচির জঙ্গল অন্যতম মাওঘাঁটি বলেই পরিচিত।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

৫৫ বছর বয়সী এই মাও নেতা বারবার পুলিশের চোখ কে ফাঁকি দিয়েছেন।গ্রেফতার হননি। তবে তাঁর স্ত্রী চাঁদমনি মুর্মু এই মুহূর্তে জেলবন্দী।পবিত্রদার ভাগ্নে চমন ওরফে লম্বু, পশ্চিম সিংভূম জেলার সারান্ডা এলাকায় সক্রিয় একজন ‘ওয়ান্টেড’ মাওবাদী নেতা।
ছবিঃ প্রতীকী

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’