বারুইপুরে বোমা ছোড়ার ঘটনায় গ্রেফতার দুই
- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 139
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর: বারুইপুরে বোমা ছোড়ার ঘটনায় গ্রেফতার দুই। বারুইপুর থানার মল্লিকপুরের সুলতানপুরে বোমা ছোড়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো সোমবার।বারুইপুর থানার পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ছবি দেখে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে। সোমবার মল্লিকপুরের সুলতানপুরের টাওয়ার গলিতে আচমকা বোম ফাটায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। অভিযোগ, বেনিয়াডাঙ্গার বাসিন্দা সুরজ মোল্লা ওরফে বেবি ও তার দলবল এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করতেই এই বোমা ছোড়েন। পুলিশ সুরজ ও তার সঙ্গী ইরশাদ খান কে গ্রেফতার করেছে। এর সঙ্গে আর কারা জড়িত তা পুলিশ তদন্ত করে দেখছে। ধৃতদের এদিন বারুইপুর মহকুমা আদালতে পেশ করে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।আর এই ঘটনার পরে এলাকায় নিরাপত্তার দাবি তুললো মহিলারা।





























