০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মদিনাতুল হুজ্জাজে টাকা খোয়ালেন এক হজযাত্রী, উঠছে নিরাপত্তার প্রশ্ন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
  • / 9

পুবের কলম প্রতিবেদক: নিউ টাউনে মদিনাতুল হুজ্জাজে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হজযাত্রী এবং তাঁদের পরিবার পরিজনেরা আসছেন। মদিনাতুল হুজ্জাজের বাইরে বিশাল তাবু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি। কেউ কেউ মদিনাতুল হুজ্জাজে রাত্রী যাপন করলেও দুর-দুরান্তের জেলা থেকে আসা হজযাত্রীরা পরিবারদের সঙ্গে সেই তাবুতেই থাকছেন। কিন্তু তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তিত অনেকে।

শনিবার মদিনাতুল হুজ্জাজের বাইরের তাবু থেকে হজযাত্রীর টাকা পয়সা চুরির অভিযোগ উঠল। শনিবার সকালে তাবুর বাইরে অস্থায়ী যে বাথরুম রয়েছে সেখান থেকে টাকা খোয়া গেল মাওলানা আবুল কালাম আজাদ নামে এক হজযাত্রীর। রবিবার রাত ৯টা ১৫ মিনিটে তাঁর হজের উড়ান রয়েছে। ২ দিন আগে রিপোর্টিং করার জন্য এসেছেন। একেবারে সমস্ত কিছুই নিয়েই এসেছেন। তাঁর পরিবারের লোকজনও এসেছেন। শনিবার সকালে গোসল করতে গিয়ে সেই সুযোগেই ৩০ হাজার টাকা খোয়ালেন ওই হজযাত্রী। তাঁর সঙ্গে রয়েছেন আরও ৫ জন হজযাত্রী।

মাওলানা আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে তাঁর এই টাকা খোয়া যায়। রাজ্য হজ কমিটিকে জানানো হয়েছে। তাঁরা নিরাপত্তা হীনতায় ভুগছেন। সিসি ক্যামেরা চালু থাকলেও তাঁদের এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়নি। তিনি এই টাকা পবিত্র ভূমি মক্কায় নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসে ছিলেন। পরিবার-পরিজনদের এবং কিছু খরচে জন্যও হাতে রেখে ছিলেন। ৩০ হাজার টাকা খোয়ালেন পর কার্যত ভেঙে পড়েন হজযাত্রী আজাদ সাহেব। তিন প্রশ্ন তোলেন তাঁর মতোই বহু মানুষ এসেছেন। যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তা হলে তাঁদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি।

শুধু মাওলানা আবুল কালম আজাদ নয় আরও কয়েকজন হজযাত্রীর ব্যাগপত্র চুরি হয়ে যাওয়ারও খবর মিলেছে। মেদিনীপুরের এক হজযাত্রীর আত্মীয় জানান, মদিনাতুল হুজ্জাজের বাইরে যে বিশাল তাবু করা হয়েছে সেই এলাকায় দিনে-রাতে অনেকেই ঘুরছেন। সুযোগ বুঝেই ব্যাগপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। কারা এই কাজ করছে সে ব্যাপারে যথাযত উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মদিনাতুল হুজ্জাজে টাকা খোয়ালেন এক হজযাত্রী, উঠছে নিরাপত্তার প্রশ্ন

আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: নিউ টাউনে মদিনাতুল হুজ্জাজে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হজযাত্রী এবং তাঁদের পরিবার পরিজনেরা আসছেন। মদিনাতুল হুজ্জাজের বাইরে বিশাল তাবু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি। কেউ কেউ মদিনাতুল হুজ্জাজে রাত্রী যাপন করলেও দুর-দুরান্তের জেলা থেকে আসা হজযাত্রীরা পরিবারদের সঙ্গে সেই তাবুতেই থাকছেন। কিন্তু তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তিত অনেকে।

শনিবার মদিনাতুল হুজ্জাজের বাইরের তাবু থেকে হজযাত্রীর টাকা পয়সা চুরির অভিযোগ উঠল। শনিবার সকালে তাবুর বাইরে অস্থায়ী যে বাথরুম রয়েছে সেখান থেকে টাকা খোয়া গেল মাওলানা আবুল কালাম আজাদ নামে এক হজযাত্রীর। রবিবার রাত ৯টা ১৫ মিনিটে তাঁর হজের উড়ান রয়েছে। ২ দিন আগে রিপোর্টিং করার জন্য এসেছেন। একেবারে সমস্ত কিছুই নিয়েই এসেছেন। তাঁর পরিবারের লোকজনও এসেছেন। শনিবার সকালে গোসল করতে গিয়ে সেই সুযোগেই ৩০ হাজার টাকা খোয়ালেন ওই হজযাত্রী। তাঁর সঙ্গে রয়েছেন আরও ৫ জন হজযাত্রী।

মাওলানা আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে তাঁর এই টাকা খোয়া যায়। রাজ্য হজ কমিটিকে জানানো হয়েছে। তাঁরা নিরাপত্তা হীনতায় ভুগছেন। সিসি ক্যামেরা চালু থাকলেও তাঁদের এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়নি। তিনি এই টাকা পবিত্র ভূমি মক্কায় নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসে ছিলেন। পরিবার-পরিজনদের এবং কিছু খরচে জন্যও হাতে রেখে ছিলেন। ৩০ হাজার টাকা খোয়ালেন পর কার্যত ভেঙে পড়েন হজযাত্রী আজাদ সাহেব। তিন প্রশ্ন তোলেন তাঁর মতোই বহু মানুষ এসেছেন। যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তা হলে তাঁদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি।

শুধু মাওলানা আবুল কালম আজাদ নয় আরও কয়েকজন হজযাত্রীর ব্যাগপত্র চুরি হয়ে যাওয়ারও খবর মিলেছে। মেদিনীপুরের এক হজযাত্রীর আত্মীয় জানান, মদিনাতুল হুজ্জাজের বাইরে যে বিশাল তাবু করা হয়েছে সেই এলাকায় দিনে-রাতে অনেকেই ঘুরছেন। সুযোগ বুঝেই ব্যাগপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। কারা এই কাজ করছে সে ব্যাপারে যথাযত উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।