ইরানে ৬ বছর পর কুয়েতের রাষ্ট্রদূত

- আপডেট : ১৬ অগাস্ট ২০২২, মঙ্গলবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্কঃ ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে কুয়েত। উভয় দেশ এই তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রদূত প্রত্যাহারের ৬ বছর পর কুয়েত ইরানে তাদের রাষ্ট্রদূত নিয়োগ করল।২০১৬ সালে সউদি আরবের সঙ্গে সংহতি রেখে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল কুয়েত। ইরানে নিয়োগ পেয়েছেন কুয়েতের রাষ্ট্রদূত বাদের আধুল্লাহ আল মুনাইখ।ইরানের বিদেশমন্ত্রী হুসেইন আমির আধুল্লাহিয়ানের কাছে শনিবার তার পরিচয়পত্র তুলে দেওয়া হয়।৬ বছর সম্পর্ক স্থগিত থাকার পর সউদি আরব সম্প্রতি ইরানের সঙ্গে সম্পর্ক মেরামতির উদ্যোগ নিয়েছে।সম্পর্ক প্রতিষ্ঠায় দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বেশকয়েকবার বৈঠকও হয়েছে। তারই অংশ হিসেবে তেহরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল কুয়েত।উপসাগরীয় আরেক দেশ সংযুক্ত আরব আমিরশাহীও ইরানে রাষ্ট্রদূত পাঠানোর জন্য কাজ করছে।