পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ঘিরে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরান এখন ‘বড় বিপদে’ রয়েছে। শুক্রবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প স্পষ্ট জানান, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র নীরব থাকবে না এবং প্রয়োজনে সরাসরি সামরিক হামলার নির্দেশ দেওয়া হতে পারে। ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে—এমন ভিডিও ফুটেজ সামনে আসার পরই তিনি এই সতর্কবার্তা দেন। তাঁর কথায়, “তোমরা গুলি না চালালেই ভালো করবে। কারণ তোমরা গুলি চালালে আমরাও গুলি চালানো শুরু করব।”
মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-র তথ্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই অস্থিরতায় অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানের একাধিক শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই আন্দোলনকে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। তিনি সতর্ক করে বলেন, দাঙ্গা ও ভাঙচুর কোনোভাবেই সহ্য করা হবে না।
অন্যদিকে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণের অভিযোগ শোনার আহ্বান জানালেও কট্টরপন্থী শিবির কঠোর দমননীতির পক্ষেই অনড়। আন্তর্জাতিক মহলে আশঙ্কা, এই পরিস্থিতি দ্রুতই আরও ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে।




































