২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ইরান নতুন করে পারমাণবিক স্থাপনা গড়ে তোলার চেষ্টা করলে ফের হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের

কিবরিয়া আনসারি
- আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
- / 27
পুবের কলম, ওয়েবডেস্ক: ইরান নতুন করে পারমাণবিক স্থাপনা গড়ে তোলার চেষ্টা করলে, ফের হামলা চালাবে আমেরিকা। এই ভাষাতেই তেহরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার আর কোনো অংশ অবশিষ্ট নেই। এসব স্থানে পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করতে অনেক বছর লেগে যাবে। ইরান আবারও পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে নতুন জায়গায় করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। এগুলোকে আবার কাজে লাগাতে বছরের পর বছর সময় লাগবে। ইরান যদি তা করতে চায়, তাহলে সেগুলোতে আবারও হামলা চালানো হবে।
পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বন্দ্ব থামার লক্ষণ দেখা যাচ্ছে না। দুই দেশের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে উত্তপ্ত বাক্য বিনিময়।