অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬
- আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার
- / 181
পুবের কলম ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে এই দুর্ঘটনা। দীপাবলি ও ছটপুজোকে ঘিরে বাজি তৈরির কাজ চলাকালেই হঠাৎ আগুন ধরে মুহূর্তে বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের রাজামুন্দ্রি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও কয়েকজন শ্রমিক আটকে থাকার আশঙ্কা রয়েছে।
বাসিন্দাদের কথায়, দুপুরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। তাঁরা দেখেন, বাজি কারখানার দিকে ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। মুহূর্তের মধ্যে দেখা যায় আগুনের লেলিহান শিখা। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় দমকলে। ততক্ষণে আগুন ছড়াতে শুরু করে। দমকলের ইঞ্জিন এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। বেশ কয়েক জনকে উদ্ধার করে রাজামুন্দ্রি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
VIDEO | Andhra Pradesh: At least six people died and two were injured in a fire accident at a crackers manufacturing unit in the Konaseema district. More details are awaited.
(Source: Third Party)(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/fTRRr8Y7zS
— Press Trust of India (@PTI_News) October 8, 2025















































