৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপির বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ, সব ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি জানাল তৃণমূল ও সিপিএম

পুবের কলম
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 23

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিজেপির বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি করল ত্রিপুরা সিপিএম। বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার আগেই পুনর্নির্বাচনের দাবি জানায় তারা। সব ওয়ার্ডের রি পোলিংয়ের দাবি জানানো হয়েছে। সিপিএম-এর পাশাপাশি একই অভিযোগে পুনর্নির্বাচনের দাবি করল তৃণমূল। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তারা।

সিপিএমের অভিযোগ, লাগামছাড়া হিংসা হয়েছে ত্রিপুরার পুরভোটে। মানুষকে ভোট দিতে দেয়নি বিজেপি, ইচ্ছামতো রিগিং চালিয়ে গেছে।

আরও পড়ুন: তৃণমূলে যোগ সিপিএমের কাউন্সিলর সন্ধ্যারানি

ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ক্ষোভ উগরে দিয়ে বলেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিজেপি। এ যেন  দিনদুপুরে গণতন্ত্রের অমাবস্যা। এখানে গণতন্ত্র নেই, সংবিধান অচল। মাননীয় হাই কোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশে পরও টনক নড়েনি সরকারের।’

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, পোলিং এজেন্টদের মেরে ভোটকেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে। আগরতলার ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন পান্না দেব। তাঁর অভিযোগ, ১০ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথ থেকে তাঁর পোলিং এজেন্টদের মেরে বার করে দিয়েছে বিজেপি-র গুণ্ডারা। ৮ নম্বর ওয়ার্ডেও পোলিং এজেন্টকে মেরে বের করে দেওয়া হয়।

আরও পড়ুন: বিজেপির প্রতি বাংলার মানুষের ভালবাসা সহ্য হয় না তৃণমূলের: সুর চড়ালেন মোদি

আগরতলার ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। ত্রিপুরা তৃণমূলের ট্যুইটার হ্যান্ডলে আহত তৃণমূল প্রার্থীর ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, আঘাতে তৃণমূলপ্রার্থী তপন বিশ্বাস-এর  এক চোখ ফুলে গিয়েছে।

তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন ‘আজকেও সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। সেটাও অবমাননা করা হয়েছে ত্রিপুরায়। একশোর বেশি অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। কিন্তু, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই নির্বাচন বাতিল করে আবার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন হোক।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ, সব ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি জানাল তৃণমূল ও সিপিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিজেপির বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি করল ত্রিপুরা সিপিএম। বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার আগেই পুনর্নির্বাচনের দাবি জানায় তারা। সব ওয়ার্ডের রি পোলিংয়ের দাবি জানানো হয়েছে। সিপিএম-এর পাশাপাশি একই অভিযোগে পুনর্নির্বাচনের দাবি করল তৃণমূল। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তারা।

সিপিএমের অভিযোগ, লাগামছাড়া হিংসা হয়েছে ত্রিপুরার পুরভোটে। মানুষকে ভোট দিতে দেয়নি বিজেপি, ইচ্ছামতো রিগিং চালিয়ে গেছে।

আরও পড়ুন: তৃণমূলে যোগ সিপিএমের কাউন্সিলর সন্ধ্যারানি

ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ক্ষোভ উগরে দিয়ে বলেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিজেপি। এ যেন  দিনদুপুরে গণতন্ত্রের অমাবস্যা। এখানে গণতন্ত্র নেই, সংবিধান অচল। মাননীয় হাই কোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশে পরও টনক নড়েনি সরকারের।’

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, পোলিং এজেন্টদের মেরে ভোটকেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে। আগরতলার ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন পান্না দেব। তাঁর অভিযোগ, ১০ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথ থেকে তাঁর পোলিং এজেন্টদের মেরে বার করে দিয়েছে বিজেপি-র গুণ্ডারা। ৮ নম্বর ওয়ার্ডেও পোলিং এজেন্টকে মেরে বের করে দেওয়া হয়।

আরও পড়ুন: বিজেপির প্রতি বাংলার মানুষের ভালবাসা সহ্য হয় না তৃণমূলের: সুর চড়ালেন মোদি

আগরতলার ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। ত্রিপুরা তৃণমূলের ট্যুইটার হ্যান্ডলে আহত তৃণমূল প্রার্থীর ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, আঘাতে তৃণমূলপ্রার্থী তপন বিশ্বাস-এর  এক চোখ ফুলে গিয়েছে।

তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন ‘আজকেও সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। সেটাও অবমাননা করা হয়েছে ত্রিপুরায়। একশোর বেশি অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। কিন্তু, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই নির্বাচন বাতিল করে আবার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন হোক।’