শাসনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি

- আপডেট : ৬ অগাস্ট ২০২৩, রবিবার
- / 13
রফিকুল হাসান, শাসন: উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেই কর্মসূচিতে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
উপস্থিত ছিলেন বিধায়ক হাজী নুরুল ইসলাম, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বারাসত ২ ব্লক তৃণমূলের সভাপতি শম্ভু ঘোষ, ইফতিকারউদ্দিন, বারাসত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন প্রমুখ। দলীয় নির্দেশ মেনে বৃষ্টিকে উপেক্ষা করে বহু তৃণমূল কর্মী সমর্থকরা এদিনের কর্মসূচিতে ভিড় জমান।
খাদ্যমন্ত্রী রথীন ঘোষ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়। কেন্দ্রের বিজেপি সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে ১০০ দিনে কাজের টাকা থেকে শুরু করে নানা বিষয়ে বঞ্চনা করছে তা আগত তৃণমূল কর্মী সমর্থকদের সামনে তুলে ধরেন এবং তাঁদের নির্দেশ দেন বুথে বুথে গিয়ে সেই সমস্ত কথা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবেন। মানুষকেই বলবেন বিচার করতে। বিধায়ক হাজী নুরুল ইসলাম বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের এই বঞ্চনার জবাব আগামীদিনে মানুষই দেবে।
গোটা দেশে “ইন্ডিয়া” জোট যেভাবে সাড়া ফেলেছে তাতে ২৪ শে বিজেপির পতন হবেই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দের নির্দেশে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে তিনি জানান।
একেএম ফারহাদ বলেন, বিজেপি হল জুমলা পার্টি। মিথ্যা কথা বলে তারা গোটা দেশে অস্থির পরিবেশ তৈরি করেছে। মনিপুর হরিয়ানা জ্বলছে। এদিকে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে রাজ্যের বিরুদ্ধে বঞ্চনা করছে। এর জবাব বাংলার মানুষ ২৪ শে লোকসভা নির্বাচনে দিয়ে দেবে বলে তিনি জানান।
জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইণ্ডিয়া জোটের মধ্যে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাতে আগামীদিনে বিজেপি সরকারের পতন অনিবার্য। রাজ্যের বঞ্চনার জবাব কিভাবে দিতে হয় তাতে আমাদের নেত্রী একাই একশো বলে তিনি আশা প্রকাশ করেন।