Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 152
পুবের কলম,ওয়েবডেস্ক: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের (Trinamool protest stage) মঞ্চ খুলছিল সেনা। খবর পেয়েই পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী হেনস্থা, হত্যার ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফে এই মঞ্চ তৈরি করা হয়েছিল । সোমবার মঞ্চ খোলার খবর পেয়েই সেখানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।
Afghanistan Earthquake: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, মৃত বেড়ে ৮০০
হাইলাইটস
১) গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনি রবিবার প্রতিবাদ সভা করে।
২) এদিন মঞ্চ ভাঙার (Trinamool protest stage) তোড়জড় শুরু করতেই কারণ জিজ্ঞাসা করা হয়। কারণ হিসেবে জানা যায়, গান্ধিমূর্তির পাদদেশে প্রতিবাদ সভার অনুমতি ছিল ৩১ আগস্ট পর্যন্ত। সেই কারণেই ১ সেপ্টেম্বর খুলে ফেলা হচ্ছে মঞ্চ।
৩) পুলিশের হাতে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব রয়েছে । মঞ্চ নিয়ে কোনও সমস্যা থাকলে পুলিশকে জানাতে হত। তা না করে সেনা সদস্য সরাসরি মঞ্চ ভাঙতে তৎপর হলেন। মেয়ো রোডে গিয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৪) বিজেপি সেনাবাহিনীকে ব্যবহার করেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো
৫) সেনাকে এভাবে ব্যবহার করলে, সংবিধান কোথায় থাকবে । আমার আর্মির বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। কারণ, আমরা সেনাকে নিয়ে গর্বিত। কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায়, তা নিয়ে সন্দেহ জাগে!
৬) আমাদের বললে এক মিনিটে মঞ্চ খুলে দিতাম। সরি টু সে, এটা আর্মি নয়, পিছে মে ক্যায়া হ্যায়? ছুপা রুস্তম বিজেপি হ্যায়।” রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহারের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী।
৭) এবার থেকে মেয়ো রোডে আর নয়, রানি রাসমনি অ্যাভিনিউতে ভাষা ‘সন্ত্রাসে’র বিরোধিতা চলবে।
৮) “আমি যখন আসছিলাম, তখন আমাকে দেখে প্রায় ২০০ সেনা ছুটে পালাল। আমি জিজ্ঞেস করলাম, তোমরা তো আমার বন্ধু। পালাচ্ছ কেন?” সেনাবাহিনীর দিকে কোনও ভাবে দায় চাপাবেন না বলে জানিয়ে দিয়েছেন মমতা।