জাতপাত বৈষম্যের বিরুদ্ধে বিল পাশ ক্যালিফোর্নিয়ার সিনেটে
ইমামা খাতুন
- আপডেট :
২৬ মার্চ ২০২৩, রবিবার
- / 10
পুবের কলম,ওয়েবডেস্কঃ জন্মগতভাবে প্রতিটি মানুষ স্বাধীন এবং পূর্ণ মানবাধিকার ও সমমর্যাদার অধিকারী। তারপরেও সমাজের বুকে এক অলখিত ব্যাধি বিস্তার করে চলেছে, যা প্রতিক্ষণে পিছিয়ে দিচ্ছে সমাজ ব্যবস্থাকে।
এর জেরেই জাত, পাত, জাতি, ধর্ম, বর্ণের বৈষম্যের শিকার হন সমাজের একশ্রেণীর মানুষ।
বর্ণবৈষম্য সম্পর্কে কিছু প্রচলিত ধারণা আছে। যা কুসংস্কার ও সংর্কীনতা ছাড়া আর কিছুই না, যার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই জাতি ধর্ম বর্ণ লিঙ্গের বৈষম্য দূর করতে তৎপর হচ্ছে বিশ্ববাসী।
যুক্তরাষ্ট্রের সিয়াটেলে জাতপাত নিয়ে বৈষম্য নিষিদ্ধ হওয়ার পর এবার ক্যালিফোর্নিয়াতে জাতপাত বিরোধী আইন প্রণীত হতে চলেছে।
বুধবার ক্যালিফোর্নিয়া সিনেটে বর্ণবৈষম্য নিষিদ্ধ করার জন্য একটি বিল উত্থাপন করা হয়েছিল। রাজ্যের আইনসভায় নির্বাচিত প্রথম মুসলিম এবং আফগান আমেরিকান রাজ্য সিনেটর আয়েশা ওয়াহাব এই বিল উত্থাপন করেন।
ঘটনাপ্রসঙ্গে আয়েশা ওয়াহাব সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, এই বিল পাশ হয়ে গেলে আম জনতা, মহিলা, শ্রমিক তাঁদের যথাযোগ্য অধিকার থেকে আর বঞ্চিত হবেন না। সবাই সমান অধিকারের অন্তর্ভুক্ত হবেন।
উল্লেখ্য, এই ঘটনার ঠিক এক মাস আগে সিয়াটেলে জাতপাত বৈষম্য নিষিদ্ধ করার বিল পাশ হয়েছিল। এই প্রস্তাব যিনি পেশ করেছিলেন, তিনি উচ্চ বর্ণের হিন্দু ক্ষমা সাওয়ান্ত। নগর পরিষদে ক্ষমার প্রস্তাব ৬-১ ভোটে গৃহীত হয়েছিল।