ক্রিকেট অ্যাসোসিনেশনের নির্বাচনে লড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিন

- আপডেট : ২ অগাস্ট ২০২৩, বুধবার
- / 27
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিনেশনের নির্বাচনে লড়তে চলেছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিন। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথমবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন আজহার। তবে চলতি বছরের শুরুতে তাঁকে এই পদ থেকে সরে যেতে হয়েছিল। সুপ্রিম কোর্ট সংস্থার প্রশাসক হিসেবে নিয়োগ করে অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওকে। তিনিই নতুন করে নির্বাচন করতে উদ্যোগি হয়েছেন।
আগামী মাসের মাঝামাঝি সময়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন হতে পারে। সেই নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করে আজহার বলেন, ‘হায়দরাবাদের ক্রিকেট অ্যাসোসিয়েসনের নির্বাচনে লড়াই করব। ফের সভাপতি হতে পারলে রাজ্য সংস্থার যাবতীয় দুর্নীতি নির্মূল করব।’