১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ছত্তিসগড় পুলিশ

ছত্তিসগড়ে নাশকতার ছক বানচাল সিআরপিএফ-এর

পুবের কলম ওয়েবডেস্ক :  আবারও নাশকতার ছক। কিন্তু কড়া নজরদারির কারণে মাওবাদীদের সেই ছক ভেস্তে গেল। ছত্তিসগড়ের সুকমায় রয়েছে আইইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর শিবির। সেই শিবিরই উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এবং ছত্তিসগড় পুলিশের বুদ্ধি ও অদম্য সাহসে এই নাশকতার সাথে জড়িত চার মাওবাদীকে গ্রেফতার করল তারা।

পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বিস্ফোরণ ঘটানোর জন্য বোমা সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। শুক্রবার জাগারগুন্ডা থানা এলাকার বোদাঙ্গুডা গ্রাম থেকে চার মাওবাদী জঙ্গিকে ধরেন তারা। পুলিশের দাবি গত ২৯শে জুন এই মাওবাদীরাই সুকমা জেলারই বেদরেতে নিরাপত্তা বাহিনীর শিবিরে বিস্ফোরক বসিয়েছিল।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা: তদন্তে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আধিকারিকরা

এর আগেও ছত্তিসগড় পুলিশের পক্ষ থেকে, এই মাওবাদী নেতা-কর্মীদের মূল স্রোতে ফেরানোর জন্য ‘নিয়া নার নিয়া পুলিশ’ (আমাদের গ্রাম, আমাদের পুলিশ) প্রচার কর্মসূচি শুরু করা হয়েছিল। এমনকি ২০২০ সালেও ‘লোন ভারাতু’ (গোন্ড ভাষায় যার অর্থ ‘তোমার বাড়ি ফিরে যাও’) পুনর্বাসন কর্মসূচি করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কোন লাভ হয়নি।

এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে বস্তার ডিভিশনের ছ’টি জেলায় কার্যতভাবের যৌথবাহিনীর অভিযান চালানো হচ্ছে। আর এতে আত্মসমর্পণ করেছে হাজারের বেশি মাওবাদী জঙ্গি এবং নিহত হয়েছে নেতা-নেত্রী-সহ কয়েকশো জন।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছত্তিসগড় পুলিশ

ছত্তিসগড়ে নাশকতার ছক বানচাল সিআরপিএফ-এর

আপডেট : ২৬ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক :  আবারও নাশকতার ছক। কিন্তু কড়া নজরদারির কারণে মাওবাদীদের সেই ছক ভেস্তে গেল। ছত্তিসগড়ের সুকমায় রয়েছে আইইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর শিবির। সেই শিবিরই উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এবং ছত্তিসগড় পুলিশের বুদ্ধি ও অদম্য সাহসে এই নাশকতার সাথে জড়িত চার মাওবাদীকে গ্রেফতার করল তারা।

পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বিস্ফোরণ ঘটানোর জন্য বোমা সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। শুক্রবার জাগারগুন্ডা থানা এলাকার বোদাঙ্গুডা গ্রাম থেকে চার মাওবাদী জঙ্গিকে ধরেন তারা। পুলিশের দাবি গত ২৯শে জুন এই মাওবাদীরাই সুকমা জেলারই বেদরেতে নিরাপত্তা বাহিনীর শিবিরে বিস্ফোরক বসিয়েছিল।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা: তদন্তে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আধিকারিকরা

এর আগেও ছত্তিসগড় পুলিশের পক্ষ থেকে, এই মাওবাদী নেতা-কর্মীদের মূল স্রোতে ফেরানোর জন্য ‘নিয়া নার নিয়া পুলিশ’ (আমাদের গ্রাম, আমাদের পুলিশ) প্রচার কর্মসূচি শুরু করা হয়েছিল। এমনকি ২০২০ সালেও ‘লোন ভারাতু’ (গোন্ড ভাষায় যার অর্থ ‘তোমার বাড়ি ফিরে যাও’) পুনর্বাসন কর্মসূচি করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কোন লাভ হয়নি।

এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে বস্তার ডিভিশনের ছ’টি জেলায় কার্যতভাবের যৌথবাহিনীর অভিযান চালানো হচ্ছে। আর এতে আত্মসমর্পণ করেছে হাজারের বেশি মাওবাদী জঙ্গি এবং নিহত হয়েছে নেতা-নেত্রী-সহ কয়েকশো জন।