০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

WBCS-এর প্রশ্ন নিয়ে বিতর্ক, জবাব শিক্ষামন্ত্রীর

পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় সাভারকরের নাম আসায় তৈরি হয়েছে বিতর্ক। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার পরিচালিত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্রে উল্লেখ ছিল ভোট সন্ত্রাসের। এবার রাজ্যের WBCS পরীক্ষায় প্রশ্ন হিসেবে রাখা হয়েছিল–  জেলে বসে মার্সি পিটিশনকে দিয়েছিলেন, আর সেই প্রশ্নের উত্তরের অপশন হিসেবে রয়েছে সাভারকরের নাম। পাশাপাশি প্রশ্ন ছিল গত বছর কতগুলি মেডিক্যাল কলেজ করা হয়েছে। তাছাড়া প্রশ্নে রাজ্য সরকারের সবুজসাথী– গতিধারা সহ একাধিক প্রকল্পের নাম রয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

টুইটারে WBCS পরীক্ষার প্রশ্ন নিয়ে দ্বিজ্জনদের নিশানা করেছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট– ইউপিএসসিতে ভোট পরবর্তী হিংসায় প্রশ্ন আসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার WBCS পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্যের প্রকল্পকে আনা হচ্ছে।

তৃণমূল সাংসদ সৌগত রায় জানান– বিজেপি নেতা শুভেন্দু অধিকারি বিতর্ক তৈরি করছে WBCS নিয়ে। কোনও কিছু না পেয়ে পরীক্ষাকে ইস্যু করা হচ্ছে। এই বিতর্ক ধোপে টিকবে না বলে তিনি জানান। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের জানিয়ে দেন– সাভারকরও ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তবে জেলে থাকার সময় তিনি পাঁচবার মুচলেকা দিয়েছিলেন। সেই পাঁচটি চিঠি এখনও সংরক্ষিত। তবে এটা সত্য ঘটনা। এই নিয়ে কাউকে আঘাত করা হয়নি। ঘটনা তো সামনে আসবেই।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

WBCS-এর প্রশ্ন নিয়ে বিতর্ক, জবাব শিক্ষামন্ত্রীর

আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় সাভারকরের নাম আসায় তৈরি হয়েছে বিতর্ক। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার পরিচালিত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্রে উল্লেখ ছিল ভোট সন্ত্রাসের। এবার রাজ্যের WBCS পরীক্ষায় প্রশ্ন হিসেবে রাখা হয়েছিল–  জেলে বসে মার্সি পিটিশনকে দিয়েছিলেন, আর সেই প্রশ্নের উত্তরের অপশন হিসেবে রয়েছে সাভারকরের নাম। পাশাপাশি প্রশ্ন ছিল গত বছর কতগুলি মেডিক্যাল কলেজ করা হয়েছে। তাছাড়া প্রশ্নে রাজ্য সরকারের সবুজসাথী– গতিধারা সহ একাধিক প্রকল্পের নাম রয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

টুইটারে WBCS পরীক্ষার প্রশ্ন নিয়ে দ্বিজ্জনদের নিশানা করেছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট– ইউপিএসসিতে ভোট পরবর্তী হিংসায় প্রশ্ন আসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার WBCS পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্যের প্রকল্পকে আনা হচ্ছে।

তৃণমূল সাংসদ সৌগত রায় জানান– বিজেপি নেতা শুভেন্দু অধিকারি বিতর্ক তৈরি করছে WBCS নিয়ে। কোনও কিছু না পেয়ে পরীক্ষাকে ইস্যু করা হচ্ছে। এই বিতর্ক ধোপে টিকবে না বলে তিনি জানান। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের জানিয়ে দেন– সাভারকরও ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তবে জেলে থাকার সময় তিনি পাঁচবার মুচলেকা দিয়েছিলেন। সেই পাঁচটি চিঠি এখনও সংরক্ষিত। তবে এটা সত্য ঘটনা। এই নিয়ে কাউকে আঘাত করা হয়নি। ঘটনা তো সামনে আসবেই।