০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জেলা বিচারকের পরিবার নিরাপত্তাহীনতায়, ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
  • / 77

পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রামনবমী ঘিরে অশান্তি ঘটনা বিষয়ক মামলার শুনানি চলে। এদিন হনুমান জয়ন্তীতে পুলিশের সাথে স্পর্শকাতর এলাকায়  কেন্দ্রীয় বাহিনী নামাবার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। হাওড়া ও রিষড়ার  অশান্তি নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে  রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। তারপর হুগলির কথা উল্লেখ করে রাজ্যকে তীব্র ভর্ত্‍সনা করল আদালত।

এদিন কলকাতা হাইকোর্ট  রাজ্য সরকারকে জানিয়েছে, -‘ ডায়মন্ডহারবারের জেলা জজের পরিবার রিষড়ায় থাকে।তাঁরা সেখানে নিরাপদ বোধ করছেন না। বিচারক পুলিশকে জানানোর পরেও কোনও ব্যবস্থা হয়নি। ডায়মন্ড হারবারের জেলা জজ স্বয়ং চিঠি লিখে হাইকোর্টকে এ কথা জানিয়েছেন’।হাইকোর্ট রাজ্যের উদ্দেশে আরও জানায়, -‘ সাধারণ মানুষ যাতে সুরক্ষিত অনুভব করেন তার জন্য পাকাপাকি বন্দোবস্ত করুন। প্রয়োজনে প্যারা মিলিটারি ফোর্সের সাহায্য নেওয়া হোক’।

আরও পড়ুন: বাংলায় দ্রুত শুরু করতে হবে ১০০ দিনের কাজ, বকেয়া নিয়ে কেন্দ্রকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের

এরপর রাজ্যের আইনজীবী আদালত কে জানান -‘  পুলিশ কর্তা ও প্রশাসনের সঙ্গে কথা বলে আদালতকে  সবটা জানানো হবে’।মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোস রিষড়ায় পৌঁছেছিলেন। রাজ্যপালকেও সাধারণ মানুষ তাঁদের বিপন্নতার কথা জানিয়েছিলেন। অনেকের মতে, হাইকোর্ট এদিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে,-‘  যে এলাকায় বিচারকের পরিবার সুরক্ষিত নয় সেখানে আর পাঁচটা সাধারণ মানুষের কী অবস্থা তা সহজেই অনুমেয়’। এদিন অবশ্য রাজ্যের সমস্ত বিচারকদের পরিবার গুলির নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ জারি করা হয়েছে হাইকোর্টের তরফে।

আরও পড়ুন: ভোট বয়কট বুথে অস্বাভাবিক ভোট মামলায় অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

 

আরও পড়ুন: বেহালা থেকে বকখালি রাস্তার দু’ধারে দখলদার উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেলা বিচারকের পরিবার নিরাপত্তাহীনতায়, ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের 

আপডেট : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার

পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রামনবমী ঘিরে অশান্তি ঘটনা বিষয়ক মামলার শুনানি চলে। এদিন হনুমান জয়ন্তীতে পুলিশের সাথে স্পর্শকাতর এলাকায়  কেন্দ্রীয় বাহিনী নামাবার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। হাওড়া ও রিষড়ার  অশান্তি নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে  রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। তারপর হুগলির কথা উল্লেখ করে রাজ্যকে তীব্র ভর্ত্‍সনা করল আদালত।

এদিন কলকাতা হাইকোর্ট  রাজ্য সরকারকে জানিয়েছে, -‘ ডায়মন্ডহারবারের জেলা জজের পরিবার রিষড়ায় থাকে।তাঁরা সেখানে নিরাপদ বোধ করছেন না। বিচারক পুলিশকে জানানোর পরেও কোনও ব্যবস্থা হয়নি। ডায়মন্ড হারবারের জেলা জজ স্বয়ং চিঠি লিখে হাইকোর্টকে এ কথা জানিয়েছেন’।হাইকোর্ট রাজ্যের উদ্দেশে আরও জানায়, -‘ সাধারণ মানুষ যাতে সুরক্ষিত অনুভব করেন তার জন্য পাকাপাকি বন্দোবস্ত করুন। প্রয়োজনে প্যারা মিলিটারি ফোর্সের সাহায্য নেওয়া হোক’।

আরও পড়ুন: বাংলায় দ্রুত শুরু করতে হবে ১০০ দিনের কাজ, বকেয়া নিয়ে কেন্দ্রকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের

এরপর রাজ্যের আইনজীবী আদালত কে জানান -‘  পুলিশ কর্তা ও প্রশাসনের সঙ্গে কথা বলে আদালতকে  সবটা জানানো হবে’।মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোস রিষড়ায় পৌঁছেছিলেন। রাজ্যপালকেও সাধারণ মানুষ তাঁদের বিপন্নতার কথা জানিয়েছিলেন। অনেকের মতে, হাইকোর্ট এদিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে,-‘  যে এলাকায় বিচারকের পরিবার সুরক্ষিত নয় সেখানে আর পাঁচটা সাধারণ মানুষের কী অবস্থা তা সহজেই অনুমেয়’। এদিন অবশ্য রাজ্যের সমস্ত বিচারকদের পরিবার গুলির নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ জারি করা হয়েছে হাইকোর্টের তরফে।

আরও পড়ুন: ভোট বয়কট বুথে অস্বাভাবিক ভোট মামলায় অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

 

আরও পড়ুন: বেহালা থেকে বকখালি রাস্তার দু’ধারে দখলদার উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের