০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রয়্যাল প্রটোকল মেনে  শুরু হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 12

 

 

আরও পড়ুন: ই-বাইক  ও ই-স্কুটার উৎপাদনে বাংলার ব্রিটেন মউ

 

আরও পড়ুন: ব্রিটেনে শুরু হচ্ছে হালাল খাবার প্রদর্শনী

পুবের কলম ওয়েবডেস্ক:  রয়্যাল প্রটোকল মেনে  শুরু হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া।  বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে রবিবার রাতে আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানরা প্রথমবারের মতো একত্রিত হন।  রানির শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে রবিবারই লন্ডন পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুন: ব্রিটেনে বাতিল ‘দ্য কেরালা স্টোরি’র শো, মুক্তিতে বিলম্ব

রয়্যাল প্রটোকল মেনে  শুরু হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া  

 

আজ তারা অংশ নেবেন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির জন্য আয়োজিত রাষ্ট্রীয়  প্রার্থনায়। প্রয়াত রানির চার সন্তান, চারজন নাতি-নাতনি ও তাঁদের স্ত্রীরা উপস্থিত থাকবেন। রাজপরিবারের দুই কনিষ্ঠ সদস্য প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লট উপস্থিত থাকলেও থাকবেনা তাদের ভাই চারবছরের লুইস।

 

রয়্যাল প্রটোকল মেনে  শুরু হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া  

উপস্থিত থাকবেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ও একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় লোকজনের ধারণক্ষমতা দু হাজার। তাই পাঁচ শতাধিক বিদেশি অতিথির বাইরে অন্যদের সেখানে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে,  বিশ্বের মোট ১২৬ টি প্রেক্ষাগৃহে দেখানো হবে রানির অন্তিম যাত্রার সরাসরি সম্প্রচার।

রয়্যাল প্রটোকল মেনে  শুরু হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া  

রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাবেন। রাজকীয় নৌবাহিনীর ১৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন। তখন সেখানে দুই হাজারেরও বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন।সোমবার স্থানীয় সময়  সকাল ১১টায় শেষকৃত্য শুরু হয়ে দুপুরের ঠিক আগে অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেন জুড়ে দুই মিনিটের নীরবতা পালন করা হবে।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রয়্যাল প্রটোকল মেনে  শুরু হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া  

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার

 

 

আরও পড়ুন: ই-বাইক  ও ই-স্কুটার উৎপাদনে বাংলার ব্রিটেন মউ

 

আরও পড়ুন: ব্রিটেনে শুরু হচ্ছে হালাল খাবার প্রদর্শনী

পুবের কলম ওয়েবডেস্ক:  রয়্যাল প্রটোকল মেনে  শুরু হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া।  বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে রবিবার রাতে আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানরা প্রথমবারের মতো একত্রিত হন।  রানির শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে রবিবারই লন্ডন পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুন: ব্রিটেনে বাতিল ‘দ্য কেরালা স্টোরি’র শো, মুক্তিতে বিলম্ব

রয়্যাল প্রটোকল মেনে  শুরু হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া  

 

আজ তারা অংশ নেবেন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির জন্য আয়োজিত রাষ্ট্রীয়  প্রার্থনায়। প্রয়াত রানির চার সন্তান, চারজন নাতি-নাতনি ও তাঁদের স্ত্রীরা উপস্থিত থাকবেন। রাজপরিবারের দুই কনিষ্ঠ সদস্য প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লট উপস্থিত থাকলেও থাকবেনা তাদের ভাই চারবছরের লুইস।

 

রয়্যাল প্রটোকল মেনে  শুরু হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া  

উপস্থিত থাকবেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ও একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় লোকজনের ধারণক্ষমতা দু হাজার। তাই পাঁচ শতাধিক বিদেশি অতিথির বাইরে অন্যদের সেখানে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে,  বিশ্বের মোট ১২৬ টি প্রেক্ষাগৃহে দেখানো হবে রানির অন্তিম যাত্রার সরাসরি সম্প্রচার।

রয়্যাল প্রটোকল মেনে  শুরু হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া  

রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাবেন। রাজকীয় নৌবাহিনীর ১৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন। তখন সেখানে দুই হাজারেরও বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন।সোমবার স্থানীয় সময়  সকাল ১১টায় শেষকৃত্য শুরু হয়ে দুপুরের ঠিক আগে অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেন জুড়ে দুই মিনিটের নীরবতা পালন করা হবে।