হাজীদের কুরআনের ২০ লক্ষ কপি উপহার

- আপডেট : ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার
- / 12
পুবের কলম,ওয়েবডেস্ক: হজপালন শেষে বিভিন্ন দেশ থেকে আগত হাজীদের মাঝে ২০ লক্ষ কুরআনের কপি বিতরণ করা হয়েছে। সউদি আরবের ইসলামি মন্ত্রক, দাওয়াহ ও নির্দেশনা বিভাগ শনিবার থেকে কুরআনের ২০ লক্ষ কপি বিতরণ করেছে। বাদশাহ সালমানের পক্ষ থেকে কুরআনের কপিগুলি বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দা ইসলামিক বন্দর, সেইসাথে অন্যান্য স্থল ও বিমানবন্দর থেকে নিজ দেশে রওনা দেওয়া হাজীদের হাদিয়া হিসাবে দেওয়া হয়। চলতি বছরের হজ মরসুমে সরকারি কর্মচারীদেরও কুরআন উপহার দিয়েছে সউদি আরবের ধর্মমন্ত্রক। মদিনার কুরআন প্রকাশনা প্রতিষ্ঠান কিং ফাহাদ কমপ্লেক্স থেকে প্রকাশিত কপিগুলো বিভিন্ন আকারের এবং ৭৭ টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ বলেছেন, উপহার হিসেবে পবিত্র কুরআনের কপি পাওয়া সৌভাগ্যের বিষয়।