০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হজ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত সিউড়িতে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ মে ২০২২, শনিবার
  • / 27

হজ প্রশিক্ষণ শিবির-(ছবি-তথাগত চক্রবর্তী)

কৌশিক সালুই, বীরভূম: করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে বিগত দুবছর ধরে বন্ধ ছিল পবিত্র হজ যাত্রা। কিন্তু সেই পরিস্থিতি স্বাভাবিক হতেই এবছর ফের হতে চলেছে হজ যাত্রা। কি করণীয় সেই বিষয়ে হজযাত্রীদের নিয়ে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। শনিবার বীরভূমের সিউড়ি ডিআরডিসি হলে এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন এছাড়াও জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক বিমল কুমার শর্মা সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বীরভূম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিগত দুবছর ২০২০ এবং ২০২১ সালে করোনা অতিমারি পরিস্থিতির জন্য হজযাত্রা বন্ধ ছিল এবার সেই পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। এদিন সিউড়িতে জেলার ৩ মহুকুমা এলাকা থেকে ১৭৫  জন হজ যাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

হজ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত সিউড়িতে

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

রাজ্য হজ হাউস এর ৬ জন বিশেষজ্ঞ প্রশিক্ষক সারাদিনব্যাপী সংশ্লিষ্ট পুণ্যার্থীদের এই প্রশিক্ষণ দান করেন।

আরও পড়ুন: হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

বীরভূম থেকে ২৩২  জন এ বছর হজ যাত্রার জন্য আবেদন করেছিলেন। এদের মধ্যে কিছু জন ৬৫  বছরের বেশি বয়স হওয়াই বাদ পড়েছেন এবং আরও কিছু অসুস্থতার কারণে নিজেরাই নাম প্রত্যাহার করেছেন অর্থাৎ মোট ৫৭ জন বাদ পড়েছেন বলা যেতে পারে। আগামী ১৭  জুন বীরভূম জেলার পুণ্যার্থীরা কলকাতা বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন বলে প্রাথমিকভাবে স্থির হয়েছে।

বীরভূম জেলা অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সুপ্রিয় দাস বলেন, ” দু’বছর পর এবরশন পবিত্র হজ যাত্রা হচ্ছে বীরভূম জেলা থেকে যে সমস্ত পুণ্যার্থীরা যাবেন সেখানে তাদের কি কি করণীয় সে বিষয়ে এদিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বীরভূম জেলার সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক বিমল কুমার শর্মা বলেন, ” বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সৌদি আরব সরকার স্বীকৃত করানো ভাইরাসের দুটি টিকার ডোজ ইতিমধ্যেই জেলার হজযাত্রীদের দেওয়া হয়ে গিয়েছে”।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হজ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত সিউড়িতে

আপডেট : ১৪ মে ২০২২, শনিবার

কৌশিক সালুই, বীরভূম: করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে বিগত দুবছর ধরে বন্ধ ছিল পবিত্র হজ যাত্রা। কিন্তু সেই পরিস্থিতি স্বাভাবিক হতেই এবছর ফের হতে চলেছে হজ যাত্রা। কি করণীয় সেই বিষয়ে হজযাত্রীদের নিয়ে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। শনিবার বীরভূমের সিউড়ি ডিআরডিসি হলে এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন এছাড়াও জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক বিমল কুমার শর্মা সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বীরভূম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিগত দুবছর ২০২০ এবং ২০২১ সালে করোনা অতিমারি পরিস্থিতির জন্য হজযাত্রা বন্ধ ছিল এবার সেই পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। এদিন সিউড়িতে জেলার ৩ মহুকুমা এলাকা থেকে ১৭৫  জন হজ যাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

হজ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত সিউড়িতে

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

রাজ্য হজ হাউস এর ৬ জন বিশেষজ্ঞ প্রশিক্ষক সারাদিনব্যাপী সংশ্লিষ্ট পুণ্যার্থীদের এই প্রশিক্ষণ দান করেন।

আরও পড়ুন: হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

বীরভূম থেকে ২৩২  জন এ বছর হজ যাত্রার জন্য আবেদন করেছিলেন। এদের মধ্যে কিছু জন ৬৫  বছরের বেশি বয়স হওয়াই বাদ পড়েছেন এবং আরও কিছু অসুস্থতার কারণে নিজেরাই নাম প্রত্যাহার করেছেন অর্থাৎ মোট ৫৭ জন বাদ পড়েছেন বলা যেতে পারে। আগামী ১৭  জুন বীরভূম জেলার পুণ্যার্থীরা কলকাতা বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন বলে প্রাথমিকভাবে স্থির হয়েছে।

বীরভূম জেলা অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সুপ্রিয় দাস বলেন, ” দু’বছর পর এবরশন পবিত্র হজ যাত্রা হচ্ছে বীরভূম জেলা থেকে যে সমস্ত পুণ্যার্থীরা যাবেন সেখানে তাদের কি কি করণীয় সে বিষয়ে এদিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বীরভূম জেলার সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক বিমল কুমার শর্মা বলেন, ” বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সৌদি আরব সরকার স্বীকৃত করানো ভাইরাসের দুটি টিকার ডোজ ইতিমধ্যেই জেলার হজযাত্রীদের দেওয়া হয়ে গিয়েছে”।