পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিগোর প্লেন থেকে উধাও সিটের গদি। এই ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে। এবিষয়ে ইন্ডিগোর দাবি, ‘এমনা ঘটনা ঘটতেই পারে। ওই গদি আটকানোর জন্য যে ভেলক্রো ব্যবহার করা হয়, সেটি মাঝেমধ্যেই উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে বিমানকর্মীদের বিষয়টি জানালে তাঁরা সমাধান করে দিতেন।’ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে সংস্থাটি।
যে প্লেনে ঘটনাটি ঘটে সেটি পুণে থেকে নাগপুরগামী বিমান। গত রবিবার ‘এক্স’-এ সুব্রত পট্টনায়েক নামে এক ব্যক্তি লেখেন, ‘ইন্ডিগো!!!!! ৬ই ৬৭৫৮ বিমানে ওই ঘটনা ঘটেছে। সিট নম্বর ১০এ। আজ এই অবস্থা হয়েছে। মুনাফা বাড়ানোর সেরা উপায়। জঘন্য।’ ভাইরাল ছবিতে দেখা গিয়েছে যে বসার জায়গায় কোনও গদি নেই। সেটা উধাও। ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলেই আশ্বাস দিয়েছে ইন্ডিগো।






























