মিশিগানের ডিয়ারবর্ন নির্বাচনে বিজয়ী, ফের মেয়র পদে আবদুল্লাহ হাম্মুদ
- আপডেট : ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 42
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের মেয়র নির্বাচিত হলেন আবদুল্লাহ হাম্মুদ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন সিটিতে ফের মেয়র নির্বাচিত হয়েছেন আরব-আমেরিকান মুসলিম আবদুল্লাহ হাম্মুদ। ৭১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো ডিয়ারবর্নের মেয়র হলেন তিনি।
ডিয়ারবর্ন সিটিতে গত মঙ্গলবারের নির্বাচনে মেয়র হাম্মুদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আইটি ইঞ্জিনিয়ার এবং রাজনীতির নতুন মুখ নাগি আলমুধেগি। ফলাফল অনুযায়ী, হাম্মুদ প্রায় ১৮ হাজার ৫৩১ ভোট পেয়েছেন, যেখানে আলমুধেগি পেয়েছেন মাত্র ৭ হাজার ২৯৪ ভোট (মোট ভোটের প্রায় ২৮ শতাংশ)।
জানা গিয়েছে, ৩৫ বছর বয়সি হাম্মুদ একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে পরিচিত। ২০২১ সালে তিনি প্রথমবার ডিয়ারবর্ন সিটির মেয়র নির্বাচিত হন। দায়িত্ব নেয়ার পর গত চার বছরে হাম্মুদের প্রশাসন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। প্রসঙ্গত, নিউইয়র্ক সিটিতে জোহরান মামদানির পর হাম্মুদের এই জয়কে মুসলিমদের ক্রমবর্ধমান নির্বাচনী সাফল্য বলে মনে করা হচ্ছে।




























