০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসে মরক্কো, স্পেনকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টারে হাকিমিরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 94

 

পুবের কলম ওয়েবডেস্ক: কাতার বিশ্বকাপের আঙিনায় প্রথম থেকেই যে অনবদ্য ফুটবলের নজির রেখে আসছিল আফ্রিকার অন্যতম সেরা ফুটবল খেলিয়ে দেশ মরক্কো, সেই ধারা অব্যাহত রেখে ইতিহাস গড়লো তারা। শক্তিশালী স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল মরক্কো। আফ্রিকার ফুটবল খেলিয়ে দেশটির ইতিহাসে এটি প্রথম, যে তারা বিশ্বকাপের শেষ আটে খেলবে।
১৯৭০ সালে বিশ্বকাপের আঙ্গিনায় প্রথমবার প্রবেশ আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর। কিন্তু প্রথমবার বিশ্বকাপের আসরে তেমন নজর কাড়তে পারেনি আফ্রিকার এই দেশটি। ১৪ নম্বর স্থানে থেকে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্যায়ে থেকেই। এরপর বিশ্বকাপের আঙিনায় পৌঁছাতে তাদের সময় লেগে গিয়েছিল ১৬ টা বছর। ১৯৮৬ সালের মেক্সিকোতে মরক্কো দ্বিতীয়বার বিশ্বকাপ খেলে। নিজেদের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যায় প্রি কোয়ার্টার ফাইনালে। যদিও সেখানে পশ্চিম জার্মানির কাছে হেরে তাদের বিদায় নিতে হয়।
৩৬ বছর পর কাতারে ফের একবার নিজেদের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়াটারে উঠেছিল মরক্কো। অনেকেই ধরে নিয়েছিলেন স্পেন যা দল তাতে মরক্কো হয়তো কঠিন লড়াই দেবে ঠিকই, কিন্তু শেষ বাজিটা মারবে স্পেন। কিন্তু না, মরক্কো তাদের সেরাটা উজাড় করে দিল। আর মরক্কোর ট্যাক্টিকাল ফুটবলের কাছে হার মানল স্পেন। ম্যাচের নির্ধারিত সময়ে কোন দলই কোন গোল করতে পারেনি। স্পেনের আক্রমণ বারবার প্রতিহত হয়েছে মরক্কোর রক্ষণে এসে। আর সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকে উঠেছে মরক্কো।
নির্ধারিত সময়ে কোন গোলই হলো না। ম্যাচের অতিরিক্ত সময়ও গোল করতে ব্যর্থ দুই দল। টাইব্রেকারে মরক্কো যেখানে তিনটি গোল করল, সেখানে স্পেনের ফুটবলাররা একটিও গোল করতে পারলেন না। এই ম্যাচে নামার আগে স্পেন ১০০০ পেনাল্টি শট অনুশীলন করেছিল। ম্যাচ শেষে তাই মরক্কান ফুটবলাররা মেতে উঠলেন উৎসবের আনন্দে।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

 

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

আরও পড়ুন: এই প্রথম বিশ্বকাপে হিজাব পরে খেলছেন বেনজিনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইতিহাসে মরক্কো, স্পেনকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টারে হাকিমিরা

আপডেট : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: কাতার বিশ্বকাপের আঙিনায় প্রথম থেকেই যে অনবদ্য ফুটবলের নজির রেখে আসছিল আফ্রিকার অন্যতম সেরা ফুটবল খেলিয়ে দেশ মরক্কো, সেই ধারা অব্যাহত রেখে ইতিহাস গড়লো তারা। শক্তিশালী স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল মরক্কো। আফ্রিকার ফুটবল খেলিয়ে দেশটির ইতিহাসে এটি প্রথম, যে তারা বিশ্বকাপের শেষ আটে খেলবে।
১৯৭০ সালে বিশ্বকাপের আঙ্গিনায় প্রথমবার প্রবেশ আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর। কিন্তু প্রথমবার বিশ্বকাপের আসরে তেমন নজর কাড়তে পারেনি আফ্রিকার এই দেশটি। ১৪ নম্বর স্থানে থেকে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্যায়ে থেকেই। এরপর বিশ্বকাপের আঙিনায় পৌঁছাতে তাদের সময় লেগে গিয়েছিল ১৬ টা বছর। ১৯৮৬ সালের মেক্সিকোতে মরক্কো দ্বিতীয়বার বিশ্বকাপ খেলে। নিজেদের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যায় প্রি কোয়ার্টার ফাইনালে। যদিও সেখানে পশ্চিম জার্মানির কাছে হেরে তাদের বিদায় নিতে হয়।
৩৬ বছর পর কাতারে ফের একবার নিজেদের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়াটারে উঠেছিল মরক্কো। অনেকেই ধরে নিয়েছিলেন স্পেন যা দল তাতে মরক্কো হয়তো কঠিন লড়াই দেবে ঠিকই, কিন্তু শেষ বাজিটা মারবে স্পেন। কিন্তু না, মরক্কো তাদের সেরাটা উজাড় করে দিল। আর মরক্কোর ট্যাক্টিকাল ফুটবলের কাছে হার মানল স্পেন। ম্যাচের নির্ধারিত সময়ে কোন দলই কোন গোল করতে পারেনি। স্পেনের আক্রমণ বারবার প্রতিহত হয়েছে মরক্কোর রক্ষণে এসে। আর সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকে উঠেছে মরক্কো।
নির্ধারিত সময়ে কোন গোলই হলো না। ম্যাচের অতিরিক্ত সময়ও গোল করতে ব্যর্থ দুই দল। টাইব্রেকারে মরক্কো যেখানে তিনটি গোল করল, সেখানে স্পেনের ফুটবলাররা একটিও গোল করতে পারলেন না। এই ম্যাচে নামার আগে স্পেন ১০০০ পেনাল্টি শট অনুশীলন করেছিল। ম্যাচ শেষে তাই মরক্কান ফুটবলাররা মেতে উঠলেন উৎসবের আনন্দে।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

 

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

আরও পড়ুন: এই প্রথম বিশ্বকাপে হিজাব পরে খেলছেন বেনজিনা