১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার বেসুরো রূপা,পুর ভোটের আগে পদ্ম শিবিরে সিঁদুরে মেঘ!

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 59

পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপিতে এবার বেসুরো রুপা গঙ্গোপাধ্যায়।খারাপ সময় যেন পিছু ছাড়ছেনা পদ্ম শিবিরের। একের পর বিধায়ক রা বিজেপিকে থেকে তৃণমূলে ঘর ওয়াপসি হয়েছেন। উপনির্বাচনে চারটি আসনেই একেবারে কুপোকাত হয়েছে বিজেপি।

কলকাতা পুরসভার নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দিনের আলোর মতই স্পষ্ট হয়েছে দলীয় কোন্দল। এবার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের মতভেদ এসেছে সামনে। এরফলে দৃশ্যতই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

 

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

মঙ্গলবার রাতে ছিল বিজেপির ভারচুয়াল বৈঠক। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য  সভাপতি সুকান্ত মজুমদার । ছিলেন অমিতাভ চক্রবর্তী ।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

তিস্তা বিশ্বাস কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর এবং পুরসভার মেয়াদ শেষ হওয়ার পরে কোঅর্ডানিটর। উল্লেখ্য খুব সম্প্রতি তিস্তা পূর্ব মেদিনীপুরে একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হন। রূপা চেয়েছিলেন তিস্তার স্বামী গৌরব বিশ্বাসকে প্রার্থী করা হোক। কিন্তু রূপার এই অনুরোধ রাখা হয়নি তাতেই ক্ষিপ্ত হন রূপা।

তিস্তার স্বামী ইতিমধ্যেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করেছেন। গৌরব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করেছেন তিস্তা বেঁচে থাকলে তাকেও টিকিট দিতনা কারণ তিস্তা কম্প্রোমাইজ করেননি। এই বিতন্ডা কে কেন্দ্র করে ইতিমধ্যেই পুর ভোটের আগেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার বেসুরো রূপা,পুর ভোটের আগে পদ্ম শিবিরে সিঁদুরে মেঘ!

আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপিতে এবার বেসুরো রুপা গঙ্গোপাধ্যায়।খারাপ সময় যেন পিছু ছাড়ছেনা পদ্ম শিবিরের। একের পর বিধায়ক রা বিজেপিকে থেকে তৃণমূলে ঘর ওয়াপসি হয়েছেন। উপনির্বাচনে চারটি আসনেই একেবারে কুপোকাত হয়েছে বিজেপি।

কলকাতা পুরসভার নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দিনের আলোর মতই স্পষ্ট হয়েছে দলীয় কোন্দল। এবার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের মতভেদ এসেছে সামনে। এরফলে দৃশ্যতই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

 

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

মঙ্গলবার রাতে ছিল বিজেপির ভারচুয়াল বৈঠক। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য  সভাপতি সুকান্ত মজুমদার । ছিলেন অমিতাভ চক্রবর্তী ।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

তিস্তা বিশ্বাস কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর এবং পুরসভার মেয়াদ শেষ হওয়ার পরে কোঅর্ডানিটর। উল্লেখ্য খুব সম্প্রতি তিস্তা পূর্ব মেদিনীপুরে একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হন। রূপা চেয়েছিলেন তিস্তার স্বামী গৌরব বিশ্বাসকে প্রার্থী করা হোক। কিন্তু রূপার এই অনুরোধ রাখা হয়নি তাতেই ক্ষিপ্ত হন রূপা।

তিস্তার স্বামী ইতিমধ্যেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করেছেন। গৌরব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করেছেন তিস্তা বেঁচে থাকলে তাকেও টিকিট দিতনা কারণ তিস্তা কম্প্রোমাইজ করেননি। এই বিতন্ডা কে কেন্দ্র করে ইতিমধ্যেই পুর ভোটের আগেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি ।