০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্বস্তি বাড়িয়ে দেশে ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ, কেরল ও মহারাষ্ট্র সহ ১০ টি রাজ্যে বিশেষ নজর কেন্দ্রের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুন ২০২২, সোমবার
  • / 40

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা সংক্রমণ ফের মাথাচাড়া দিয়ে উঠছে। কয়েকদিন স্বস্তি দিলেও ফের অস্বস্তি বাড়াচ্ছে কোভিড আতঙ্ক। মুম্বই সহ মুম্বই সহ মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। জনবহুল এলাকাগুলিতে মাস্ক ব্যবহারের নির্দেশিকা দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকার জানিয়েছে করোনা পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে। প্রয়োজনে কোভিড নির্দেশিকা জারি করা হবে। রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে সাধারণ মানুষকে অযথা আতঙ্ক থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক নেই দেশে। হঠাৎ করেই সংক্রমণের গতি বাড়িয়েছে করোনা। এদের আক্রান্তের সংখ্যা বেশি কেরল ও মহারাষ্ট্রে।  কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে,  দেশে এখনও সপ্তাহে ২৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। তবে করোনা মৃত্যুর পরিসংখ্যান কম আছে।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভারতে নতুন কেস ৪৫১৮। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। ২৭৭৯ সুস্থ হয়ে উঠেছে। এর মধ্যে সবেচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে কেরল ও মহারাষ্ট্রে।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু-সহ দেশের মোট  ১০টি রাজ্যের দিকে বিশেষ নজর রেখেছে কেন্দ্রীয় সরকারের।

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে

রবিবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩৪৩-এ, সংক্রমণের হার ১.৯১ শতাংশে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্বস্তি বাড়িয়ে দেশে ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ, কেরল ও মহারাষ্ট্র সহ ১০ টি রাজ্যে বিশেষ নজর কেন্দ্রের

আপডেট : ৬ জুন ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা সংক্রমণ ফের মাথাচাড়া দিয়ে উঠছে। কয়েকদিন স্বস্তি দিলেও ফের অস্বস্তি বাড়াচ্ছে কোভিড আতঙ্ক। মুম্বই সহ মুম্বই সহ মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। জনবহুল এলাকাগুলিতে মাস্ক ব্যবহারের নির্দেশিকা দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকার জানিয়েছে করোনা পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে। প্রয়োজনে কোভিড নির্দেশিকা জারি করা হবে। রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে সাধারণ মানুষকে অযথা আতঙ্ক থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক নেই দেশে। হঠাৎ করেই সংক্রমণের গতি বাড়িয়েছে করোনা। এদের আক্রান্তের সংখ্যা বেশি কেরল ও মহারাষ্ট্রে।  কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে,  দেশে এখনও সপ্তাহে ২৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। তবে করোনা মৃত্যুর পরিসংখ্যান কম আছে।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভারতে নতুন কেস ৪৫১৮। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। ২৭৭৯ সুস্থ হয়ে উঠেছে। এর মধ্যে সবেচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে কেরল ও মহারাষ্ট্রে।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু-সহ দেশের মোট  ১০টি রাজ্যের দিকে বিশেষ নজর রেখেছে কেন্দ্রীয় সরকারের।

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে

রবিবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩৪৩-এ, সংক্রমণের হার ১.৯১ শতাংশে।