২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোনারপুরের গোড়াগাছার বেহাল রাস্তায় চরম দুর্ভোগে এলাকার মানুষ

চামেলি দাস
  • আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
  • / 111

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর : সোনারপুরের গোড়াগাছার বেহাল রাস্তা, সমস্যায় বাসিন্দারা, আশ্বাসেই আটকে আছে কাজ। কলকাতা কর্পোরেশন ও রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সংযোগকারী গোড়াগাছা এলাকার রাস্তার বেহাল অবস্থায় নাজেহাল বাসিন্দারা। নিউ গড়িয়া মেট্রো স্টেশন ও পাটুলি সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, চলাফেরাই হয়ে উঠেছে দুঃসাধ্য।

সোনারপুরের গোড়াগাছার বেহাল রাস্তায় চরম দুর্ভোগে এলাকার মানুষ

বিশেষ করে প্রবীণ নাগরিক ও গর্ভবতী মহিলারা রীতিমতো বিপাকে পড়েছেন।এলাকার বাসিন্দা প্রবীর চক্রবর্তী বলেন, গত আড়াই মাস ধরে এই চরম ভোগান্তি চলছে।বারবার স্থানীয় পৌরসভাকে বললেও কোনও কাজ হয়নি।হাইড্রেনের কাজ চলায় রাস্তা আরও খারাপ হয়েছে বলে অভিযোগ তাঁর।বাসিন্দারা বাড়ির বাইরে বেরোলেই কাউকে না কাউকে সাহায্য নিতে হচ্ছে। ময়লার গাড়িও রাস্তার কারণে ঢুকতে পারছে না বলে সমস্যা আর ও বেড়েছে।আরেক বাসিন্দা সুপ্রতীক বণিক বলেন,অসুস্থ কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না ঠিক মতো। মাঝে মাঝেই পিছলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে।

সোনারপুরের গোড়াগাছার বেহাল রাস্তায় চরম দুর্ভোগে এলাকার মানুষ

স্থানীয় বাসিন্দা রীনি বসু ও শুক্লা ঘোষ জানান, শিশুরা স্কুলে যেতে পারছে না। কোলে করে নিয়ে যেতে গিয়ে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটছে। শুধু তাই নয়, পৌরসভার ময়লা ফেলার গাড়িও আসছে না বলে তাদের অভিযোগ ৷ তাঁরা দ্রুত এই রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন।আর এই বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার রাস্তা ও জল বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য নজরুল আলি মন্ডল জানান, পুরসভা জুড়ে পানীয় জলের সরবরাহ এবং নিকাশির কাজ চলছে। হাউস কানেকশনের জন্য ফের রাস্তা কাটতে হবে। কাজ সম্পূর্ণ হলে তবেই রাস্তাঘাট সংস্কার করা সম্ভব।তিনি আরও বলেন,পুজোর আগে যতটুকু সম্ভব রাস্তা চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চলছে।তবে বাসিন্দাদের প্রশ্ন—এই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে?আর কত দিন এই চরম দুর্ভোগে তাদের থাকতে হবে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোনারপুরের গোড়াগাছার বেহাল রাস্তায় চরম দুর্ভোগে এলাকার মানুষ

আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর : সোনারপুরের গোড়াগাছার বেহাল রাস্তা, সমস্যায় বাসিন্দারা, আশ্বাসেই আটকে আছে কাজ। কলকাতা কর্পোরেশন ও রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সংযোগকারী গোড়াগাছা এলাকার রাস্তার বেহাল অবস্থায় নাজেহাল বাসিন্দারা। নিউ গড়িয়া মেট্রো স্টেশন ও পাটুলি সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, চলাফেরাই হয়ে উঠেছে দুঃসাধ্য।

সোনারপুরের গোড়াগাছার বেহাল রাস্তায় চরম দুর্ভোগে এলাকার মানুষ

বিশেষ করে প্রবীণ নাগরিক ও গর্ভবতী মহিলারা রীতিমতো বিপাকে পড়েছেন।এলাকার বাসিন্দা প্রবীর চক্রবর্তী বলেন, গত আড়াই মাস ধরে এই চরম ভোগান্তি চলছে।বারবার স্থানীয় পৌরসভাকে বললেও কোনও কাজ হয়নি।হাইড্রেনের কাজ চলায় রাস্তা আরও খারাপ হয়েছে বলে অভিযোগ তাঁর।বাসিন্দারা বাড়ির বাইরে বেরোলেই কাউকে না কাউকে সাহায্য নিতে হচ্ছে। ময়লার গাড়িও রাস্তার কারণে ঢুকতে পারছে না বলে সমস্যা আর ও বেড়েছে।আরেক বাসিন্দা সুপ্রতীক বণিক বলেন,অসুস্থ কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না ঠিক মতো। মাঝে মাঝেই পিছলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে।

সোনারপুরের গোড়াগাছার বেহাল রাস্তায় চরম দুর্ভোগে এলাকার মানুষ

স্থানীয় বাসিন্দা রীনি বসু ও শুক্লা ঘোষ জানান, শিশুরা স্কুলে যেতে পারছে না। কোলে করে নিয়ে যেতে গিয়ে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটছে। শুধু তাই নয়, পৌরসভার ময়লা ফেলার গাড়িও আসছে না বলে তাদের অভিযোগ ৷ তাঁরা দ্রুত এই রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন।আর এই বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার রাস্তা ও জল বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য নজরুল আলি মন্ডল জানান, পুরসভা জুড়ে পানীয় জলের সরবরাহ এবং নিকাশির কাজ চলছে। হাউস কানেকশনের জন্য ফের রাস্তা কাটতে হবে। কাজ সম্পূর্ণ হলে তবেই রাস্তাঘাট সংস্কার করা সম্ভব।তিনি আরও বলেন,পুজোর আগে যতটুকু সম্ভব রাস্তা চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চলছে।তবে বাসিন্দাদের প্রশ্ন—এই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে?আর কত দিন এই চরম দুর্ভোগে তাদের থাকতে হবে।