০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আগ্রায় মৃতের পরিবারের সঙ্গে দেখা হল না, মাঝ পথেই ফের আটকানো হল প্রিয়ঙ্কার গাড়ি

মাসুদ আলি
  • আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার
  • / 144

পুবের কলম ওয়েবডেস্ক : আগ্রায় পুলিশি হেফাজতে মৃত্যু হয় দলিত অরুণ বাল্মিকীর। এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে যোগী রাজ্যে। বুধবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। কিন্তু ফের একবার অতিসক্রিয় যোগীর পুলিশ রুখে দেয় তাঁর পথ।আটকে দেওয়া হয় প্রিয়ঙ্কার গাড়ি। লখনউ – আগ্রা এক্সপ্রেসওয়ের উপর প্রথম টোল প্লাজ়ার কাছে কংগ্রেস নেত্রীর গাড়ি আটকে দেয় পুলিশ।

পুলিশি হেফাজতে মৃত অরুণ বাল্মিকীর বিরুদ্ধে ২৫ লাখ টাকা চুরির অভিযোগ আনা হয়েছিল। পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্তের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রিয়ঙ্কা গান্ধীকে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সরব হচ্ছে কংগ্রেস। চলতি মাসের শুরুতে লখিমপুরের ঘটনায় মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ও একই বাধা পেয়েছিলেন প্রিয়ঙ্কা। সেই প্রসঙ্গকে আজ আরও একবার হাতিয়ার করছে কংগ্রেস।

আরও পড়ুন: কেন্দ্রের ফিলিস্তিন নীতির নিন্দায় মুখর Priyanka Gandhi

বাধা পাওয়ার পর টুইট করেছেন প্রিয়ঙ্কা গান্ধী। জানতে চেয়েছেন , “কীসের জন্য এত ভয় পাচ্ছে উত্তর প্রদেশ সরকার?” তিনি আরও লেখেন, “পুলিশি হেফাজতে অরুণ বাল্মিকীর মৃত্যু হয়েছে। তাঁর  পরিবার ন্যায় বিচার চাইছে। আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে চাই। উত্তর প্রদেশ সরকারের কীসের এত ভয়? কেন আমাকে আটকানো হচ্ছে?”

আরও পড়ুন: ভোটার অধিকারের লড়াইয়ে জনজোয়ার, প্রিয়াঙ্কা গান্ধীর যোগদানে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির

এদিন পুলিশের বাধা অতিক্রম করে এগোনোর চেষ্টা করেন প্রিয়াঙ্কা।তাঁকে দেখে  রাস্তার আশেপাশে ভিড়ও জমে যায় কিছুটা। আর এরই মধ্যে এক ভিডিয়োতে কংগ্রেস নেত্রীকে বিরক্ত গলায় বলতে শোনা যায়,  আমি যেখানেই যাব, সেখানেই আমাকে অনুমতি নিতে হবে…।  তার জবাবে এক পুলিশ কর্মীকে বলতে শোনা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত। পুলিশ কর্মীর জবাব শুনে আরও বিরক্ত হন প্রিয়ঙ্কা। পাল্টা বলেন,  ” সমস্যা কোথায়? একজন মারা গিয়েছেন… তাতে এখানে আইন – শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হওয়ার কী রয়েছে? বলুনতো আমাকে।”

আরও পড়ুন: ওয়ানড়ে প্রিয়াঙ্কার জয় অবৈধ! কংগ্রেস নেত্রীকে সমন কেরল হাইকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগ্রায় মৃতের পরিবারের সঙ্গে দেখা হল না, মাঝ পথেই ফের আটকানো হল প্রিয়ঙ্কার গাড়ি

আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : আগ্রায় পুলিশি হেফাজতে মৃত্যু হয় দলিত অরুণ বাল্মিকীর। এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে যোগী রাজ্যে। বুধবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। কিন্তু ফের একবার অতিসক্রিয় যোগীর পুলিশ রুখে দেয় তাঁর পথ।আটকে দেওয়া হয় প্রিয়ঙ্কার গাড়ি। লখনউ – আগ্রা এক্সপ্রেসওয়ের উপর প্রথম টোল প্লাজ়ার কাছে কংগ্রেস নেত্রীর গাড়ি আটকে দেয় পুলিশ।

পুলিশি হেফাজতে মৃত অরুণ বাল্মিকীর বিরুদ্ধে ২৫ লাখ টাকা চুরির অভিযোগ আনা হয়েছিল। পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্তের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রিয়ঙ্কা গান্ধীকে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সরব হচ্ছে কংগ্রেস। চলতি মাসের শুরুতে লখিমপুরের ঘটনায় মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ও একই বাধা পেয়েছিলেন প্রিয়ঙ্কা। সেই প্রসঙ্গকে আজ আরও একবার হাতিয়ার করছে কংগ্রেস।

আরও পড়ুন: কেন্দ্রের ফিলিস্তিন নীতির নিন্দায় মুখর Priyanka Gandhi

বাধা পাওয়ার পর টুইট করেছেন প্রিয়ঙ্কা গান্ধী। জানতে চেয়েছেন , “কীসের জন্য এত ভয় পাচ্ছে উত্তর প্রদেশ সরকার?” তিনি আরও লেখেন, “পুলিশি হেফাজতে অরুণ বাল্মিকীর মৃত্যু হয়েছে। তাঁর  পরিবার ন্যায় বিচার চাইছে। আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে চাই। উত্তর প্রদেশ সরকারের কীসের এত ভয়? কেন আমাকে আটকানো হচ্ছে?”

আরও পড়ুন: ভোটার অধিকারের লড়াইয়ে জনজোয়ার, প্রিয়াঙ্কা গান্ধীর যোগদানে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির

এদিন পুলিশের বাধা অতিক্রম করে এগোনোর চেষ্টা করেন প্রিয়াঙ্কা।তাঁকে দেখে  রাস্তার আশেপাশে ভিড়ও জমে যায় কিছুটা। আর এরই মধ্যে এক ভিডিয়োতে কংগ্রেস নেত্রীকে বিরক্ত গলায় বলতে শোনা যায়,  আমি যেখানেই যাব, সেখানেই আমাকে অনুমতি নিতে হবে…।  তার জবাবে এক পুলিশ কর্মীকে বলতে শোনা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত। পুলিশ কর্মীর জবাব শুনে আরও বিরক্ত হন প্রিয়ঙ্কা। পাল্টা বলেন,  ” সমস্যা কোথায়? একজন মারা গিয়েছেন… তাতে এখানে আইন – শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হওয়ার কী রয়েছে? বলুনতো আমাকে।”

আরও পড়ুন: ওয়ানড়ে প্রিয়াঙ্কার জয় অবৈধ! কংগ্রেস নেত্রীকে সমন কেরল হাইকোর্টের