০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইমারি টিচার্স ট্রেনিং’এ উত্তীর্ণ প্রার্থীদের নম্বর দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ প্রাইমারি টিচার্স ট্রেনিং’এ উত্তীর্ণ হওয়া প্রার্থীদের সর্বোচ্চ ২২ নম্বর দেওয়া হবে কি না সেবিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।

মামলাকারীদের পক্ষের আইনজীবী গৌতম দে জানান– প্রাইমারি টিচার্স ট্রেনিং’এ উত্তীর্ণ প্রার্থীদের নম্বর দেওয়া নিয়ে ২০১৯ সালে সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দেয়। যাতে বলা হয় ২০১০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যে সমস্ত উত্তীর্ণ প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুধুমাত্র তারাই প্রশিক্ষিণ পাওয়ার জন্য ২২ মার্কস পাবেন। কিন্তু বাকিদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। তবে বাকিরাও যাতে সেই সুবিধা পান সুপ্রিম কোর্টের কাছে সেই আর্জি জানান প্রার্থীদের একাংশ। সোমবার সেই মামলার শুনানি হয়। তাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় – ওই সমস্ত প্রার্থীরা ট্রেনিংয়ে উত্তীর্ণ হওয়ার পর সর্বোচ্চ ২২ নম্বর পাবেন কি না সেবিষয়ে কলকাতা হাইকোর্টই সিদ্ধান্ত নেবে। অর্থাৎ কলকাতা হাইকোর্টেই ওই সমস্ত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে।

প্রসঙ্গত– ২০০৬ সালে অসংখ্য প্রার্থী প্রাইমারি টিচার্স ট্রেনিং এ উত্তীর্ণ হয়েছিলেন। তারা যেসমস্ত প্রতিষ্ঠান থেকে এই ট্রেনিং নিয়েছিলেন সেগুলি প্রাইমারি বোর্ডের অনুমোদিত হলেও এনসিটিই থেকে অনুমোদিত ছিল না। ফলে তাদের প্রশি ক্ষণের জন্য সর্বোচ্চ ২২ নম্বর দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অসংখ্য প্রার্থী। পরে মামলা গড়াই সুপ্রিম কোর্টে। সেই মামলার ভিত্তিতে ২০১৯ সালে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল। তবে মামলাটি রাজ্যের সর্বোচ্চ আদালতে ফিরে আসায় পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন এই সমস্ত প্রার্থীরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

একধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ১১১ টাকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাইমারি টিচার্স ট্রেনিং’এ উত্তীর্ণ প্রার্থীদের নম্বর দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট

আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ প্রাইমারি টিচার্স ট্রেনিং’এ উত্তীর্ণ হওয়া প্রার্থীদের সর্বোচ্চ ২২ নম্বর দেওয়া হবে কি না সেবিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।

মামলাকারীদের পক্ষের আইনজীবী গৌতম দে জানান– প্রাইমারি টিচার্স ট্রেনিং’এ উত্তীর্ণ প্রার্থীদের নম্বর দেওয়া নিয়ে ২০১৯ সালে সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দেয়। যাতে বলা হয় ২০১০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যে সমস্ত উত্তীর্ণ প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুধুমাত্র তারাই প্রশিক্ষিণ পাওয়ার জন্য ২২ মার্কস পাবেন। কিন্তু বাকিদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। তবে বাকিরাও যাতে সেই সুবিধা পান সুপ্রিম কোর্টের কাছে সেই আর্জি জানান প্রার্থীদের একাংশ। সোমবার সেই মামলার শুনানি হয়। তাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় – ওই সমস্ত প্রার্থীরা ট্রেনিংয়ে উত্তীর্ণ হওয়ার পর সর্বোচ্চ ২২ নম্বর পাবেন কি না সেবিষয়ে কলকাতা হাইকোর্টই সিদ্ধান্ত নেবে। অর্থাৎ কলকাতা হাইকোর্টেই ওই সমস্ত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে।

প্রসঙ্গত– ২০০৬ সালে অসংখ্য প্রার্থী প্রাইমারি টিচার্স ট্রেনিং এ উত্তীর্ণ হয়েছিলেন। তারা যেসমস্ত প্রতিষ্ঠান থেকে এই ট্রেনিং নিয়েছিলেন সেগুলি প্রাইমারি বোর্ডের অনুমোদিত হলেও এনসিটিই থেকে অনুমোদিত ছিল না। ফলে তাদের প্রশি ক্ষণের জন্য সর্বোচ্চ ২২ নম্বর দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অসংখ্য প্রার্থী। পরে মামলা গড়াই সুপ্রিম কোর্টে। সেই মামলার ভিত্তিতে ২০১৯ সালে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল। তবে মামলাটি রাজ্যের সর্বোচ্চ আদালতে ফিরে আসায় পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন এই সমস্ত প্রার্থীরা।