১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রেওয়া বাস দুর্ঘটনা, মৃত বেড়ে ১৫, নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা যোগীর , ট্যুইট করে শোকপ্রকাশ মমতার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার
  • / 82

পুবের কলম ওয়েবডেস্ক:  মধ্যপ্রদেশের রেওয়া জেলায়  বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,  নিহত হন  কমপক্ষে ১৫, আহত ৪০। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার রেওয়াতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি আহতদের চিকিৎসার বিষয়ে তার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে  কথা বলেছেন।

 

আরও পড়ুন: ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকেই: বিপর্যস্ত উত্তরবঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রকে বিধলেন মমতা

যোগী আদিত্যনাথের পাশাপাশি শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন “মধ্যপ্রদেশের রেওয়া জেলায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় আমি  মর্মাহত।আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা।এই দুঃসময়ে তারা যেন শক্তি পায়”

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।

আদিত্যনাথ উত্তরপ্রদেশ থেকে মৃতদের পরিবার পিছু  ২  লাখ টাকা এবং গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। হিন্দিতে করা ট্যুইট বার্তায় যোগী আদিত্যনাথ  বলেন “মধ্যপ্রদেশের রেওয়াতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা খুবই দুঃখজনক। আমি প্রার্থনা করি যে ভগবান শ্রী রাম যেন মৃত আত্মাকে তাঁর পায়ে স্থান দেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। ”

 

তিনি অন্য একটি টুইটে বলেছেন আহতদের যথাযথ চিকিৎসা এবং  উত্তরপ্রদেশের বাসিন্দাদের দেহ রাজ্যে নিয়ে যাওয়ার বিষয়ে (মধ্যপ্রদেশ) মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ  চৌহান জির সঙ্গে  কথা বলেছি,”

 

সোহাগি পর্বতের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ওই বাসটি হায়দরাবাদে থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর যাচ্ছিল। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ মধ্যপ্রদেশের রেওয়াতে জাতীয় সড়কের উপর বাসটি উলটে গেলে দুর্ঘটনাটি ঘটে। অভিশপ্ত  বাসটির যাত্রীরা সকলেই  দীপাবলির ছুটিতে বাড়ি  ফিরছিলেন।

 

রেওয়ার পুলিশ সুপার নভনীত ভাসিন জানিয়েছেন, বাসের সমস্ত যাত্রীই ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। আহতদের মধ্যে ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেওয়া বাস দুর্ঘটনা, মৃত বেড়ে ১৫, নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা যোগীর , ট্যুইট করে শোকপ্রকাশ মমতার

আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  মধ্যপ্রদেশের রেওয়া জেলায়  বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,  নিহত হন  কমপক্ষে ১৫, আহত ৪০। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার রেওয়াতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি আহতদের চিকিৎসার বিষয়ে তার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে  কথা বলেছেন।

 

আরও পড়ুন: ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকেই: বিপর্যস্ত উত্তরবঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রকে বিধলেন মমতা

যোগী আদিত্যনাথের পাশাপাশি শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন “মধ্যপ্রদেশের রেওয়া জেলায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় আমি  মর্মাহত।আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা।এই দুঃসময়ে তারা যেন শক্তি পায়”

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।

আদিত্যনাথ উত্তরপ্রদেশ থেকে মৃতদের পরিবার পিছু  ২  লাখ টাকা এবং গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। হিন্দিতে করা ট্যুইট বার্তায় যোগী আদিত্যনাথ  বলেন “মধ্যপ্রদেশের রেওয়াতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা খুবই দুঃখজনক। আমি প্রার্থনা করি যে ভগবান শ্রী রাম যেন মৃত আত্মাকে তাঁর পায়ে স্থান দেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। ”

 

তিনি অন্য একটি টুইটে বলেছেন আহতদের যথাযথ চিকিৎসা এবং  উত্তরপ্রদেশের বাসিন্দাদের দেহ রাজ্যে নিয়ে যাওয়ার বিষয়ে (মধ্যপ্রদেশ) মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ  চৌহান জির সঙ্গে  কথা বলেছি,”

 

সোহাগি পর্বতের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ওই বাসটি হায়দরাবাদে থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর যাচ্ছিল। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ মধ্যপ্রদেশের রেওয়াতে জাতীয় সড়কের উপর বাসটি উলটে গেলে দুর্ঘটনাটি ঘটে। অভিশপ্ত  বাসটির যাত্রীরা সকলেই  দীপাবলির ছুটিতে বাড়ি  ফিরছিলেন।

 

রেওয়ার পুলিশ সুপার নভনীত ভাসিন জানিয়েছেন, বাসের সমস্ত যাত্রীই ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। আহতদের মধ্যে ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।