ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকেই: বিপর্যস্ত উত্তরবঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রকে বিধলেন মমতা

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 53
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। পাশাপাশি এদিন ভুটান থেকে আসা জলেই এত বড় বিপত্তি উত্তরবঙ্গে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন, এই ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকেই।
ত্রাণ কাজ তদারকিতে সোমবার বৃষ্টি-ধসে বিপর্যস্ত নাগরাকাটার বামনডাঙা আদর্শ গ্রামে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তার সমস্ত আশ্বাস দেন তিনি। দুর্যোগে প্রিয়জনকে হারানো সাত পরিবারের হাতে চাকরির কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
বিপর্যয়ের পরদিনই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ শিবিরে গিয়ে দেখা করেছিলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। পরিদর্শন করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকা। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কয়েকদিনের ব্যবধানে ফের উত্তরবঙ্গ যাবেন তিনি। সেই মতো রবিবার উত্তরবঙ্গ যান তিনি।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্যোগে যাদের বাড়ি ভেঙেছে তা শীঘ্রই তৈরি করে দেওয়া হবে। দুর্যোগে যাদের যা নথি নষ্ট হয়েছে, তা ডুপ্লিকেট তৈরি করে দেবে রাজ্য। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমি বলেছিলাম ইন্দো-ভুটান রিভার কমিশন হোক। ভুটানের জলে এই পরিস্থিতি। ওরা ক্ষতিপূরণ দিক।”