১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিতে আগ্রহী নয়

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার
  • / 52

 পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপি কর্মকর্তা প্রবীণ কুমার নিহত হন দুষ্কৃতী   আক্রমণে আর তার কয়েকদিন আগে নিহত হয় মাসুদ এবং দু’দিন পর ফাজিল মুহাম্মদ। তিনজনই নিহত হয় দুষ্কৃতীর আক্রমণে। কর্নাটকে মুখ্যমন্ত্রী বাসভরাজ  মুম্বাই ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক নিয়ে সান্ত্বনা জানাতে গিয়েছিলেন প্রবীণ  কুমারের বাড়ি। কিন্তু অপর দুই নিহতদের ক্ষতিপূরণ তো দূরের কথা সান্ত্বনা  জানাতে যাননি তিনি।

 

আরও পড়ুন: ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকেই: বিপর্যস্ত উত্তরবঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রকে বিধলেন মমতা

এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মৃতের ক্ষতিপূরণে বৈষম্য  নিয়ে প্রশ্ন উঠছে। কর্নাটকের মুসলিম সেন্ট্রাল কমিটি এক জরুরি সভার আয়োজন  করে সিদ্ধান্ত নিয়েছে নিহত দুই মুসলিম যুবক মাসুদ ও ফাজিলের পরিবারের হাতে  ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেবে। সেইসঙ্গে তাদের হত্যাকারীদের  সাজা দেওয়ার আর্জি নিয়ে আইনি লড়াই-এর যাবতীয় ব্যয়ভার গ্রহণ করবে এই  মুসলিম কমিটি।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

 

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

এই কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মাসুদ রবিবার এই ঘোষণা  দিয়েছেন। মুসলিম কমিটির সভায় মুখ্যমন্ত্রীর পক্ষপাতমূলক শোকজ্ঞাপন ও  ক্ষতিপূরণ নিয়ে বলা হয় দু’জন নিরীহ নির্দোষ মুসলিম যুবকের বাড়ি এড়িয়ে  যাওয়া এবং ক্ষতিপূরণ না দেওয়া চরম অমানবিক কাজ হয়েছে। উল্লেখ্য, ৮ দিনে  তিনটি দুষ্কৃতী হামলা নিয়ে ম্যাঙ্গালুরুর রাজধানী উত্তাল। ব্যাপক পুলিশ মোতায়েন  করা হয়েছে এবং জারি করা হয় ১৪৪ ধারা। পুলিস প্রশাসন শান্তি কমিটি গঠন ও শান্তি বৈঠকের উপর জোর দিচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিতে আগ্রহী নয়

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার

 পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপি কর্মকর্তা প্রবীণ কুমার নিহত হন দুষ্কৃতী   আক্রমণে আর তার কয়েকদিন আগে নিহত হয় মাসুদ এবং দু’দিন পর ফাজিল মুহাম্মদ। তিনজনই নিহত হয় দুষ্কৃতীর আক্রমণে। কর্নাটকে মুখ্যমন্ত্রী বাসভরাজ  মুম্বাই ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক নিয়ে সান্ত্বনা জানাতে গিয়েছিলেন প্রবীণ  কুমারের বাড়ি। কিন্তু অপর দুই নিহতদের ক্ষতিপূরণ তো দূরের কথা সান্ত্বনা  জানাতে যাননি তিনি।

 

আরও পড়ুন: ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকেই: বিপর্যস্ত উত্তরবঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রকে বিধলেন মমতা

এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মৃতের ক্ষতিপূরণে বৈষম্য  নিয়ে প্রশ্ন উঠছে। কর্নাটকের মুসলিম সেন্ট্রাল কমিটি এক জরুরি সভার আয়োজন  করে সিদ্ধান্ত নিয়েছে নিহত দুই মুসলিম যুবক মাসুদ ও ফাজিলের পরিবারের হাতে  ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেবে। সেইসঙ্গে তাদের হত্যাকারীদের  সাজা দেওয়ার আর্জি নিয়ে আইনি লড়াই-এর যাবতীয় ব্যয়ভার গ্রহণ করবে এই  মুসলিম কমিটি।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

 

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

এই কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মাসুদ রবিবার এই ঘোষণা  দিয়েছেন। মুসলিম কমিটির সভায় মুখ্যমন্ত্রীর পক্ষপাতমূলক শোকজ্ঞাপন ও  ক্ষতিপূরণ নিয়ে বলা হয় দু’জন নিরীহ নির্দোষ মুসলিম যুবকের বাড়ি এড়িয়ে  যাওয়া এবং ক্ষতিপূরণ না দেওয়া চরম অমানবিক কাজ হয়েছে। উল্লেখ্য, ৮ দিনে  তিনটি দুষ্কৃতী হামলা নিয়ে ম্যাঙ্গালুরুর রাজধানী উত্তাল। ব্যাপক পুলিশ মোতায়েন  করা হয়েছে এবং জারি করা হয় ১৪৪ ধারা। পুলিস প্রশাসন শান্তি কমিটি গঠন ও শান্তি বৈঠকের উপর জোর দিচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।