৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেমন হবে SIR-এর ফর্ম

 

বাংলায় শুরু হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া। আপাতত BLO-দের প্রশিক্ষণ চলছে, আর ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম পূরণ করবেন তারা। ইতিমধ্যেই ফর্ম ছাপা হয়ে গিয়েছে।

ফর্মের উপরে থাকবে QR কোড ও ছবির জায়গা। এরপর দিতে হবে জন্মতারিখ, আধার (ঐচ্ছিক), মোবাইল নম্বর, অভিভাবক ও স্বামী-স্ত্রীর নাম ও এপিক নম্বর (যদি থাকে)। নিচের অংশে ২০০২ সালের SIR-সংক্রান্ত তথ্য দিতে হবে।

ভুল তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। BLO ফর্ম পূরণে সহায়তা করবেন এবং রসিদ দেবেন। বাইরে থাকা ভোটাররা ECINET অ্যাপের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। কমিশনের লক্ষ্য,একজনও ভোটার বাদ না পড়েন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ কেনো? কমিশনকে প্রশ্ন অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেমন হবে SIR-এর ফর্ম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার

 

বাংলায় শুরু হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া। আপাতত BLO-দের প্রশিক্ষণ চলছে, আর ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম পূরণ করবেন তারা। ইতিমধ্যেই ফর্ম ছাপা হয়ে গিয়েছে।

ফর্মের উপরে থাকবে QR কোড ও ছবির জায়গা। এরপর দিতে হবে জন্মতারিখ, আধার (ঐচ্ছিক), মোবাইল নম্বর, অভিভাবক ও স্বামী-স্ত্রীর নাম ও এপিক নম্বর (যদি থাকে)। নিচের অংশে ২০০২ সালের SIR-সংক্রান্ত তথ্য দিতে হবে।

ভুল তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। BLO ফর্ম পূরণে সহায়তা করবেন এবং রসিদ দেবেন। বাইরে থাকা ভোটাররা ECINET অ্যাপের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। কমিশনের লক্ষ্য,একজনও ভোটার বাদ না পড়েন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর।