আত্মঘাতী আইপিএস, রাজ্য পুলিশের ডিজিকে ছুটিতে পাঠাল হরিয়ানা সরকার

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 60
পুবের কলম, ওয়েবডেস্ক: হরিয়ানার চণ্ডীগড়ে বাড়ির বেসমেন্ট থেকে আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তিনি নিজেকে গুলি করে আত্মঘাতী হন বলে জানায় পুলিশ। সেই ঘটনায় হরিয়ানার একাধিক উচ্চপদস্থ আমলাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
আইপিএস আত্মহত্যার ঘটনার তদন্তে নেমে সোমবার রাজ্য পুলিশের ডিজি শত্রুজিৎ কাপুরকে ছুটিতে পাঠাল হরিয়ানা সরকার। পূরণের সুইসাইড নোটে শত্রুজিতেরও নাম ছিল। তাঁর বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং বৈষম্যের অভিযোগ তুলেছিলেন আত্মঘাতী অফিসার। ঘটনার তদন্ত চলছে।
সূত্রের খবর, নিহত আইপিএস অফিসারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে হরিয়ানা পুলিশ। রাজ্য পুলিশের ডিজি শত্রুজিৎ কাপুর, রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজর্নিয়া এবং ৩ আইএএস অফিসার-সহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর।
জানা গিয়েছে, আইপিএস অফিসারের আত্মঘাতী হওয়ার দু’দিন পরে তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে হরিয়ানা পুলিশ। মূলত পূরণ কুমারকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সেখানকার ডিজি-সহ রাজ্য প্রশাসনের ১৫ কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।
নিহত আইপিএস অফিসারের স্ত্রী অনমিত পি কুমার অভিযোগ করেন, মৃত্যুর আগে সুইসাইড নোটে একাধিক পুলিশ অফিসার ও আমলার নামে প্রতিনিয়ত মানসিক অত্যাচারের অভিযোগ করেছিলেন ওয়াই পূরণ কুমার। তাঁর স্বামীকে জাতপাত তুলে হেনস্থা করা হয়েছে।
আত্মহত্যার আগে পূরণ কুমার যে সুইসাইড নোট লিখে যান তাতে তাঁকে জাতপাত তুলে অপমানের উল্লেখ ছিল। উল্লেখ্য, ৭ অক্টোবর চণ্ডীগড় সেক্টর ১১-এ বাড়ির বেসমেন্ট থেকে ওয়াই পূরণ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তিনি নিজেকে গুলি করে আত্মঘাতী হন। বাড়ির বেসমেন্টে তাঁর মেয়ে প্রথম দেহ দেখতে পান।