১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ইতিমধ্যেই চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং জাতীয় স্থায়ী কমিটি এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের সফলতা কামনা করে দলের পক্ষ থেকে দোয়া করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। তার দশ দিনের মাথায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়।

এদিনের বৈঠকে দলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ-সহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আন্দোলন ‘নিয়ন্ত্রণে’, শিগগির ইন্টারনেট চালুর আশ্বাস ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান

আপডেট : ১০ জানুয়ারী ২০২৬, শনিবার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ইতিমধ্যেই চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং জাতীয় স্থায়ী কমিটি এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের সফলতা কামনা করে দলের পক্ষ থেকে দোয়া করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। তার দশ দিনের মাথায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়।

এদিনের বৈঠকে দলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ-সহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা।