পূর্ব ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি’

- আপডেট : ২৯ মে ২০২২, রবিবার
- / 18
পুবের কলম ওয়েবডেস্ক: পূর্ব ইউক্রেনের দোনবাস এলাকায় ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দোনবাস এবং খারকিভ অঞ্চলের যুদ্ধ ‘অত্যন্ত কঠিন’। আমি ইউক্রেনীয় লেখা টি-শার্ট পরে জেলেনস্কি বলেন, রাশিয়া এখনও সেভেরোদোনেৎস্ক, লিসিচাঙ্ক, বাখমুত এবং পোপাসনা শহরে নজর দিয়ে রেখেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি বিশ্বকে মনে করিয়ে দেব রাশিয়াকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে স্বীকৃতি দিতে হবে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা ৯৫ দিনের মতো চলছে যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখনও পর্যন্ত কোনও লক্ষণ নেই। দেশ দুইটির মধ্যে পূর্ব ইউক্রেনে সংঘাত অনেক বেড়েছে।