০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করে যুদ্ধে যাচ্ছেন রুশ মেয়র!

ইমামা খাতুন
  • আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 54

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার চিতা শহরের মেয়র আলেকজান্ডার সাপোঝনিকভ পদত্যাগের ঘোষণা করেছেন। পদত্যাগের পর তিনি জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন।তিনি বলেন, ‘বিমান বাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে আমি দেশের এই বিপদে যুদ্ধক্ষেত্র থেকে দুরে থাকতে পারি না। এই যুদ্ধের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।’

 

আরও পড়ুন: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি

২০১৯ সাল থেকে সাপোঝনিকবভ চিতা শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শহরটি বৈকাল হ্রদ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। সরকারি তথ্য অনুসারে, সাপোঝনিকভ ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত রাশিয়ার বিমান বাহিনীতে কাজ করেছিলেন। সে সময় তিনি উত্তর ককেশাস অঞ্চলে যুদ্ধে যোগ দেন এবং আহত হন। এরপরও তিনি সামরিক বাহিনীতে ২০০৯ সাল পর্যন্ত চাকরি করেন। অবশেষে শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার বয়স ৪০ এর কোঠায়। তবে এই প্রথম নয়, এর আগেও রাশিয়ার বেশ কয়েকজন কর্মকর্তা এবং সাংসদ স্বেচ্ছায় পদত্যাগ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: ট্রাম্পের গাজা খালির প্রস্তাবকে ‘কেলেঙ্কারি’ আখ্যা জার্মানির 

আরও পড়ুন: বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ করায় মারধর, ‘টক টু মেয়র’-এ প্রাণ সংশয়ের অভিযোগ মহিলার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পদত্যাগ করে যুদ্ধে যাচ্ছেন রুশ মেয়র!

আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার চিতা শহরের মেয়র আলেকজান্ডার সাপোঝনিকভ পদত্যাগের ঘোষণা করেছেন। পদত্যাগের পর তিনি জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন।তিনি বলেন, ‘বিমান বাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে আমি দেশের এই বিপদে যুদ্ধক্ষেত্র থেকে দুরে থাকতে পারি না। এই যুদ্ধের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।’

 

আরও পড়ুন: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি

২০১৯ সাল থেকে সাপোঝনিকবভ চিতা শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শহরটি বৈকাল হ্রদ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। সরকারি তথ্য অনুসারে, সাপোঝনিকভ ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত রাশিয়ার বিমান বাহিনীতে কাজ করেছিলেন। সে সময় তিনি উত্তর ককেশাস অঞ্চলে যুদ্ধে যোগ দেন এবং আহত হন। এরপরও তিনি সামরিক বাহিনীতে ২০০৯ সাল পর্যন্ত চাকরি করেন। অবশেষে শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার বয়স ৪০ এর কোঠায়। তবে এই প্রথম নয়, এর আগেও রাশিয়ার বেশ কয়েকজন কর্মকর্তা এবং সাংসদ স্বেচ্ছায় পদত্যাগ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: ট্রাম্পের গাজা খালির প্রস্তাবকে ‘কেলেঙ্কারি’ আখ্যা জার্মানির 

আরও পড়ুন: বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ করায় মারধর, ‘টক টু মেয়র’-এ প্রাণ সংশয়ের অভিযোগ মহিলার