২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান বন্দরে ‘কৃপাণ’ বিতর্কে আবেদনকারীর আর্জি শুনল না সুপ্রিম কোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 95

পুবের কলম, ওয়েবডেস্ক : অসামরিক বিমান পরিবহণের সুরক্ষা সংক্রান্ত ব্যুরোর তরফে শর্তসাপেক্ষে বিমানে শিখ যাত্রীদের ‘কৃপাণ’ নিয়ে ওঠার অনুমতি দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হিন্দু সেনা। শুক্রবার সুপ্রিম কোর্ট সেই মামলা শুনতে অস্বীকার করে হাই কোর্টে যাওয়ার নির্দেশ দিল।

আবেদনকারীর পক্ষে আইনজীবী অঙ্কুর যাদব বলেন, কৃপাণ নিয়ে বিমানে ওঠা যাত্রীদের পক্ষে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তার জন্য এই মামলায় সেই মর্মেই নির্দেশিকা জারি করুক আদালত। সেই সঙ্গে আবেদনকারী তরফে বলা হয়, ধর্মের ভিত্তিতে যেন কোনও নির্দেশিকা দেওয়া না হয়। হিন্দু সেনার তরফে আইনজীবী অঙ্কুর যাদব বলেন, বিমানবন্দরে কৃপাণ নিয়ে যাওয়া ধর্মের প্রতি হুমকি।

আরও পড়ুন: আধার কার্ড নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ করে না: এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট

আইনজীবীর বক্তব্য শোনার পর এই দিন সুপ্রিম কোর্টের বিচারপতি আবুল নাজীর এবং বিচারপতি জে কে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ এই মামলাটিকে হাই কোর্টে আবেদন জানানোর জন্য নির্দেশ দেন। তার পর আবেদনকারীরা শীর্ষ আদালতের নির্দেশে এই মামলাটি সুপ্রিম কোর্ট থেকে তুলে নেন।

আরও পড়ুন: রাজনৈতিক দলগুলিকে অনুদান নিয়ে জনস্বার্থ মামলা, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

গত ৪ মার্চ অসামরিক বিমান পরিবহণের সুরক্ষা সংক্রান্ত ব্যুরোর তরফে শর্তসাপেক্ষে বিমানে শিখ যাত্রীকে ‘কৃপাণ’ নিয়ে ওঠার অনুমতি দেওয়া হয়েছিল। তবে বিমানের কোনও কর্মী, বিমানবন্দরের কোনও কর্মীকে ‘কৃপাণ’ রাখার অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ বিমানবন্দরের কোনও কর্মী, আন্তর্জাতিক বা অন্তর্দেশীয় টার্মিনালে কোনও কর্মী নিজেদের সঙ্গে ‘কৃপাণ’ রাখতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিল অসামরিক বিমান পরিবহণের সুরক্ষা সংক্রান্ত ব্যুরো।

আরও পড়ুন: দেশের ৫৩তম প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত, CJI পদে থাকবেন ১৫ মাস

সেই নির্দেশের জেরে ক্ষোভপ্রকাশ করেছিলেন শিখ মানুষদের একাংশ। সেই নির্দেশিকার সমালোচনা করেছিল শিরোমণি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি। তারপর ১২ মার্চের নির্দেশিকায় বিমানবন্দর চত্বরের মধ্যে শিখ কর্মীদের ‘কৃপাণ’ নিয়ে কাজের অনুমতি দেওয়া হয়েছে। যে সিদ্ধান্তকে স্বাগত জানান বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা।

অসামরিক বিমান পরিবহণের সুরক্ষা সংক্রান্ত ব্যুরোর তরফে জানানো হয়েছে, ‘কৃপাণ’-এর ব্লেডের দৈর্ঘ ১৫.২৪ সেন্টিমিটার বা ছয় ইঞ্চির বেশি হবে না। সার্বিকভাবে ‘কৃপাণ’-এর দৈর্ঘ্য ২২.৮৬ সেমি বা নয় ইঞ্চির মধ্যে থাকতে হবে। শুধুমাত্র ভারতের মধ্যে ভারতীয় উড়ান সংস্থার বিমানে ‘কৃপাণ’ নিয়ে যেতে পারবেন শিখ যাত্রীরা। একই সঙ্গে অসামরিক বিমান পরিবহণের সুরক্ষা সংক্রান্ত ব্যুরোর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল থেকে অন্তর্দেশীয় রুটে ভারতীয় উড়ান সংস্থার বিমানেই শুধুমাত্র ‘কৃপাণ’ নিয়ে যাওয়া যাবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমান বন্দরে ‘কৃপাণ’ বিতর্কে আবেদনকারীর আর্জি শুনল না সুপ্রিম কোর্ট

আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক : অসামরিক বিমান পরিবহণের সুরক্ষা সংক্রান্ত ব্যুরোর তরফে শর্তসাপেক্ষে বিমানে শিখ যাত্রীদের ‘কৃপাণ’ নিয়ে ওঠার অনুমতি দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হিন্দু সেনা। শুক্রবার সুপ্রিম কোর্ট সেই মামলা শুনতে অস্বীকার করে হাই কোর্টে যাওয়ার নির্দেশ দিল।

আবেদনকারীর পক্ষে আইনজীবী অঙ্কুর যাদব বলেন, কৃপাণ নিয়ে বিমানে ওঠা যাত্রীদের পক্ষে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তার জন্য এই মামলায় সেই মর্মেই নির্দেশিকা জারি করুক আদালত। সেই সঙ্গে আবেদনকারী তরফে বলা হয়, ধর্মের ভিত্তিতে যেন কোনও নির্দেশিকা দেওয়া না হয়। হিন্দু সেনার তরফে আইনজীবী অঙ্কুর যাদব বলেন, বিমানবন্দরে কৃপাণ নিয়ে যাওয়া ধর্মের প্রতি হুমকি।

আরও পড়ুন: আধার কার্ড নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ করে না: এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট

আইনজীবীর বক্তব্য শোনার পর এই দিন সুপ্রিম কোর্টের বিচারপতি আবুল নাজীর এবং বিচারপতি জে কে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ এই মামলাটিকে হাই কোর্টে আবেদন জানানোর জন্য নির্দেশ দেন। তার পর আবেদনকারীরা শীর্ষ আদালতের নির্দেশে এই মামলাটি সুপ্রিম কোর্ট থেকে তুলে নেন।

আরও পড়ুন: রাজনৈতিক দলগুলিকে অনুদান নিয়ে জনস্বার্থ মামলা, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

গত ৪ মার্চ অসামরিক বিমান পরিবহণের সুরক্ষা সংক্রান্ত ব্যুরোর তরফে শর্তসাপেক্ষে বিমানে শিখ যাত্রীকে ‘কৃপাণ’ নিয়ে ওঠার অনুমতি দেওয়া হয়েছিল। তবে বিমানের কোনও কর্মী, বিমানবন্দরের কোনও কর্মীকে ‘কৃপাণ’ রাখার অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ বিমানবন্দরের কোনও কর্মী, আন্তর্জাতিক বা অন্তর্দেশীয় টার্মিনালে কোনও কর্মী নিজেদের সঙ্গে ‘কৃপাণ’ রাখতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিল অসামরিক বিমান পরিবহণের সুরক্ষা সংক্রান্ত ব্যুরো।

আরও পড়ুন: দেশের ৫৩তম প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত, CJI পদে থাকবেন ১৫ মাস

সেই নির্দেশের জেরে ক্ষোভপ্রকাশ করেছিলেন শিখ মানুষদের একাংশ। সেই নির্দেশিকার সমালোচনা করেছিল শিরোমণি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি। তারপর ১২ মার্চের নির্দেশিকায় বিমানবন্দর চত্বরের মধ্যে শিখ কর্মীদের ‘কৃপাণ’ নিয়ে কাজের অনুমতি দেওয়া হয়েছে। যে সিদ্ধান্তকে স্বাগত জানান বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা।

অসামরিক বিমান পরিবহণের সুরক্ষা সংক্রান্ত ব্যুরোর তরফে জানানো হয়েছে, ‘কৃপাণ’-এর ব্লেডের দৈর্ঘ ১৫.২৪ সেন্টিমিটার বা ছয় ইঞ্চির বেশি হবে না। সার্বিকভাবে ‘কৃপাণ’-এর দৈর্ঘ্য ২২.৮৬ সেমি বা নয় ইঞ্চির মধ্যে থাকতে হবে। শুধুমাত্র ভারতের মধ্যে ভারতীয় উড়ান সংস্থার বিমানে ‘কৃপাণ’ নিয়ে যেতে পারবেন শিখ যাত্রীরা। একই সঙ্গে অসামরিক বিমান পরিবহণের সুরক্ষা সংক্রান্ত ব্যুরোর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল থেকে অন্তর্দেশীয় রুটে ভারতীয় উড়ান সংস্থার বিমানেই শুধুমাত্র ‘কৃপাণ’ নিয়ে যাওয়া যাবে।