২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুস্তিগীরদের পাশে দাঁড়ানোয় বরখাস্ত তিন   

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মে ২০২৩, সোমবার
  • / 121

পুবের কলম, ওয়েবডেস্ক: ১৪ দিন ধরে যন্তরমন্তরে প্রতিবাদ মঞ্চে বসে রয়েছেন দেশের মহিলা কুস্তিগীররা। তাঁদেরকে সমর্থন জানাতে একে একে যোগ দিয়েছেন ভিআইপি থেকে সাধরণ কৃষক। আর এই সমর্থন জানাতে আসা মানুষজনকে আটকে দেবার প্রাণপন চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কৃষক ও কংগ্রেস নেতাদের আটক করার পর এবার ধর্ণা মঞ্চে কুস্তিগীরদের পাশে দাঁড়ানোর জন্য বরখাস্ত করা হল হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন (এইচএডব্লিউএ)-র তিন সদস্যকে।

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া-র নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে এইচএডব্লিউএ। রেসলিং ফেডারেশনের সভাপতি ও বিজেপি নেতা ব্রিজ ভুষণ শরন সিংহের বিরুদ্ধে যাওয়ায় বরখাস্তের খাঁড়া নেমে এসেছে এই তিনজনের বিরুদ্ধে।

আরও পড়ুন: ভাঙড়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি 

যে তিনজনকে বরখাস্তের নোটিশ ধরানো হয়েছে, তাঁরা হলেন বীরেন্দ্র সিং দালাল, সঞ্জয় সিং মালিক ও জয় ভগবান। হরিয়ানায় তাঁরা নিজ নিজ জেলার কুস্তি সংস্থার সচিব।

আরও পড়ুন: কুস্তিগিরদের আন্দোলন থেকে সরলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া! ফিরলেন রেলের চাকরিতে

একটি নির্দেশিকায় বলা হয়েছে, এই তিনজন যন্তরমন্তরের প্রতিবাদীদের সঙ্গে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এবং এখনও সেই কাজ চালিয়ে যাচ্ছেন। যা কিনা কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী অনৈতিক পদক্ষেপ। তারা কুস্তি সংস্থার নিয়মের বিরুদ্ধে গেছেন বলেই জেলা অ্যাসোসিয়েশনগুলিকে অনুরোধ করা হচ্ছে, এই ৩ জন সদস্যকে যেন হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন এর সবরকম কার্যকলাপ থেকে দূরে রাখা হয়।

আরও পড়ুন: ‘তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না’ প্রতিবাদী কুস্তিগিরদের বার্তা  ১৯৮৩ বিশ্বকাপের সদস্যদের

দেশের কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে যৌন নির্যতনের অভিযোগ আনার পরও তাঁকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। এই নিন্দনীয় ঘটনায় সরব হয়েছেন অনেকেই। দেশের অন্যান্য প্রান্তের কুস্তিগীররা একে একে এসে এই প্রতিবাদীদের পাশে দাঁড়াচ্ছেন। এই সম্মিলিত প্রতিবাদের সুরে ভয় পেয়েই বরখাস্তের নীতি অবলম্বন করা হচ্ছে বলে মনে করছে ওয়াকিফহাল মহল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুস্তিগীরদের পাশে দাঁড়ানোয় বরখাস্ত তিন   

আপডেট : ৮ মে ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ১৪ দিন ধরে যন্তরমন্তরে প্রতিবাদ মঞ্চে বসে রয়েছেন দেশের মহিলা কুস্তিগীররা। তাঁদেরকে সমর্থন জানাতে একে একে যোগ দিয়েছেন ভিআইপি থেকে সাধরণ কৃষক। আর এই সমর্থন জানাতে আসা মানুষজনকে আটকে দেবার প্রাণপন চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কৃষক ও কংগ্রেস নেতাদের আটক করার পর এবার ধর্ণা মঞ্চে কুস্তিগীরদের পাশে দাঁড়ানোর জন্য বরখাস্ত করা হল হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন (এইচএডব্লিউএ)-র তিন সদস্যকে।

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া-র নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে এইচএডব্লিউএ। রেসলিং ফেডারেশনের সভাপতি ও বিজেপি নেতা ব্রিজ ভুষণ শরন সিংহের বিরুদ্ধে যাওয়ায় বরখাস্তের খাঁড়া নেমে এসেছে এই তিনজনের বিরুদ্ধে।

আরও পড়ুন: ভাঙড়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি 

যে তিনজনকে বরখাস্তের নোটিশ ধরানো হয়েছে, তাঁরা হলেন বীরেন্দ্র সিং দালাল, সঞ্জয় সিং মালিক ও জয় ভগবান। হরিয়ানায় তাঁরা নিজ নিজ জেলার কুস্তি সংস্থার সচিব।

আরও পড়ুন: কুস্তিগিরদের আন্দোলন থেকে সরলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া! ফিরলেন রেলের চাকরিতে

একটি নির্দেশিকায় বলা হয়েছে, এই তিনজন যন্তরমন্তরের প্রতিবাদীদের সঙ্গে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এবং এখনও সেই কাজ চালিয়ে যাচ্ছেন। যা কিনা কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী অনৈতিক পদক্ষেপ। তারা কুস্তি সংস্থার নিয়মের বিরুদ্ধে গেছেন বলেই জেলা অ্যাসোসিয়েশনগুলিকে অনুরোধ করা হচ্ছে, এই ৩ জন সদস্যকে যেন হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন এর সবরকম কার্যকলাপ থেকে দূরে রাখা হয়।

আরও পড়ুন: ‘তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না’ প্রতিবাদী কুস্তিগিরদের বার্তা  ১৯৮৩ বিশ্বকাপের সদস্যদের

দেশের কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে যৌন নির্যতনের অভিযোগ আনার পরও তাঁকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। এই নিন্দনীয় ঘটনায় সরব হয়েছেন অনেকেই। দেশের অন্যান্য প্রান্তের কুস্তিগীররা একে একে এসে এই প্রতিবাদীদের পাশে দাঁড়াচ্ছেন। এই সম্মিলিত প্রতিবাদের সুরে ভয় পেয়েই বরখাস্তের নীতি অবলম্বন করা হচ্ছে বলে মনে করছে ওয়াকিফহাল মহল।