বিধানসভা ভোটের আগে জেলা-ও ব্লক-স্তরে ‘বিজয়া সম্মিলনী’ তৃণমূলের

- আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 764
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল কংগ্রেস এবার রাজ্যের জেলা, ব্লক ও অঞ্চল স্তরে বিস্তৃতভাবে বিজয়া সম্মিলনী আয়োজন করছে। দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, এই সভাগুলোর মূল উদ্দেশ্য দলের সর্বস্তরের নেতাকর্মীর মাঝে সম্পর্ক আরও মজবুত করা, সাংগঠনিক ফাঁক ঢেকে দেওয়া এবং ভোটযুদ্ধে ঐক্যবদ্ধ মনোভাব তৈরি করা।
সম্মিলনীগুলোতে প্রবীণ কর্মী, প্রথমদিবসের স্বতঃস্ফূর্ত সক্রিয় সদস্য এবং সমাজের আস্থাশীল ব্যক্তিদের সম্মান জানানো হবে। একই সঙ্গে কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হবে—বহিরঙ্গন বিবাদ ও অপপ্রচারে কোনো নেতাকে অনুমতি নেই; অভ্যন্তরে মত পার্থক্য থাকলে সেটি পার্টি মাধ্যমে মেটাতে হবে।
দলের বক্তব্য পৌঁছে দিতে ও সাধারণ মানুষকে মাঠ পর্যায়ে সাথে টেনে আনার জন্য স্থানীয় স্তরে প্রশিক্ষণ, কর্মী-সভা ও জনসংযোগ কার্যক্রমও আরও ত্বরান্বিত করা হবে। তৃণমূল সূত্রে বলা হয়েছে, বিজয়া সম্মিলনী পারস্পরিক আস্থা ও নীতিগত ঐক্য গড়ে তোলার একটি মঞ্চ হবে, যেখানে নতুন-পুরনো সব শাখার নেতা-কর্মীরা একসঙ্গে ভোটের প্রস্তুতি চূড়ান্ত