গ্রিনল্যান্ডকে কীভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে সক্রিয়ভাবে ভাবনাচিন্তা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, এই লক্ষ্য পূরণে সামরিক শক্তির ব্যবহারসহ ‘বিভিন্ন বিকল্প’ নিয়ে আলোচনা চলছে। ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার’ বলে দাবি করছে ওয়াশিংটন।
ইউরোপের একাধিক দেশ ডেনমার্কের পাশে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছে—গ্রিনল্যান্ড তার জনগণের, ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই। ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে কোনো হামলা হলে তা ন্যাটোর ভিত্তিকেই প্রশ্নের মুখে ফেলবে।
এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন সংলাপের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আইন ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রাখার কথা বলেছেন। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর ট্রাম্প প্রশাসনের এই আগ্রাসী মনোভাব নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে।

































