সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত অভিযোগে হাওড়া থেকে গ্রেফতার দুই যুবক
- আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার
- / 17
পুবের কলম প্রতিবেদক: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) বিশেষ অভিযানে হাওড়ার দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।দ্বিতীয় হুগলি সেতু থেকে তাড়া করে ২ জনকে পাকড়াও করে এসটিএফ।
এরা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত এমনটাই অভিযোগ। ধৃতদের জেরা করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে এসটিএফ। ধৃতদের মধ্যে একজন হাওড়ার আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা। এবং অন্যজন গোলাম হোসেন লেনের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার গভীর রাতে ধৃতদের বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এসটিএফের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হয় এদের পরিবারের লোকজনকেও। সেখান থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন নথি। প্রসঙ্গত, শুধু এই ঘটনাই নয়, এর আগেও হাওড়া থেকে জনৈক শিক্ষককেও গ্রেফতার করা হয়েছিল। সেখানেও সন্ত্রাসী যোগের অভিযোগ উঠেছিল।
অভিযোগ, হাওড়া থানা এলাকার টিকিয়াপাড়ার আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা ধৃত যুবক উচ্চ শিক্ষিত। ওই যুবক ও তার সঙ্গীকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ। এরা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল বলে অভিযোগ। তবে, শুক্রবার রাতের এই অভিযান নিয়ে এদিন কেউ মুখ খুলতে চায়নি। পরিবারের সদস্যরাও কথা বলতে চাননি। ধৃত যুবক যে সন্ত্রাসী সন্দেহে গ্রেফতার হয়েছে তা এলাকার মানুষের কাছেও বিস্ময়ের ব্যাপার। এমন হতে পারে তা ভাবতেই পারছেন না এলাকার মানুষ।