১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫ সাল বিশ্বে দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হতে পারে: কোপার্নিকাসের পূর্বাভাস

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৫ সাল বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হিসেবে নথিভুক্ত হতে পারে, এমন সতর্কতা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (C3S)-এর বিজ্ঞানীরা। তাঁদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালই সম্ভবত এখন পর্যন্ত সর্বোচ্চ উষ্ণ বছরের রেকর্ড ধরে রাখবে।

সম্প্রতি অনুষ্ঠিত কপ৩০ জলবায়ু সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো নিয়ে দেশগুলো উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ জলবায়ু–সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে চাইছে। এতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টায় ভূরাজনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন: ক্যানিংয়ে Waqf Law বাতিলের দাবিতে প্রতিবাদ সভা 

C3S–এর মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরও বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পপূর্ব যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। এর ফলে পরপর তিন বছর এই সীমা অতিক্রমের নজির দেখা যাবে। সংস্থাটির জলবায়ু কৌশলবিষয়ক প্রধান সামান্থা বার্জেস বলেন, “এগুলো শুধু সংখ্যা নয়; দ্রুত পরিবর্তিত জলবায়ুর বাস্তব চিত্র।”

আরও পড়ুন: Waqf Law একটি ষড়যন্ত্র’ জেলায় জেলায় জোরালো প্রতিবাদ ও নিন্দা 

চলতি বছর বিশ্বের বিভিন্ন স্থানে চরম আবহাওয়া দেখা গেছে। ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগিতে ২০০–র বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্পেনে ঘটেছে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এসব দুর্যোগের ঝুঁকি আরও বাড়িয়েছে।

আরও পড়ুন: নয়া ক্যাপ্টেন পেল আরসিবি, জেনে নিন কে?

২০২৪ সাল ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর। প্রাকৃতিক ওঠানামা থাকলেও বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিক প্রবণতা পর্যবেক্ষণ করছেন, যার মূল কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে তৈরি গ্রিনহাউস গ্যাস।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৈশ্বিক রেকর্ড অনুযায়ী গত দশটি বছরই ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ। ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য থাকলেও, জাতিসংঘ সম্প্রতি জানিয়েছে, এ লক্ষ্য এখন আর বাস্তবে অর্জনযোগ্য নয়। ফলে যত দ্রুত সম্ভব নিঃসরণ কমানো ছাড়া বিকল্প নেই। সিথ্রিএস ১৯৪০ সাল থেকে বৈশ্বিক তাপমাত্রার তথ্য সংগ্রহ করছে এবং ১৮৫০ সালের রেকর্ডের ভিত্তিতে তা যাচাই করে থাকে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

অভিষেকের চ্যালেঞ্জে ব্যর্থ কেন্দ্র! সংসদে ‘সাদা কাগজে’ তৃণমূলের অভিনব প্রতিবাদ, পাশে অন্যান্য বিরোধী দলও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৫ সাল বিশ্বে দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হতে পারে: কোপার্নিকাসের পূর্বাভাস

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৫ সাল বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হিসেবে নথিভুক্ত হতে পারে, এমন সতর্কতা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (C3S)-এর বিজ্ঞানীরা। তাঁদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালই সম্ভবত এখন পর্যন্ত সর্বোচ্চ উষ্ণ বছরের রেকর্ড ধরে রাখবে।

সম্প্রতি অনুষ্ঠিত কপ৩০ জলবায়ু সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো নিয়ে দেশগুলো উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ জলবায়ু–সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে চাইছে। এতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টায় ভূরাজনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন: ক্যানিংয়ে Waqf Law বাতিলের দাবিতে প্রতিবাদ সভা 

C3S–এর মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরও বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পপূর্ব যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। এর ফলে পরপর তিন বছর এই সীমা অতিক্রমের নজির দেখা যাবে। সংস্থাটির জলবায়ু কৌশলবিষয়ক প্রধান সামান্থা বার্জেস বলেন, “এগুলো শুধু সংখ্যা নয়; দ্রুত পরিবর্তিত জলবায়ুর বাস্তব চিত্র।”

আরও পড়ুন: Waqf Law একটি ষড়যন্ত্র’ জেলায় জেলায় জোরালো প্রতিবাদ ও নিন্দা 

চলতি বছর বিশ্বের বিভিন্ন স্থানে চরম আবহাওয়া দেখা গেছে। ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগিতে ২০০–র বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্পেনে ঘটেছে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এসব দুর্যোগের ঝুঁকি আরও বাড়িয়েছে।

আরও পড়ুন: নয়া ক্যাপ্টেন পেল আরসিবি, জেনে নিন কে?

২০২৪ সাল ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর। প্রাকৃতিক ওঠানামা থাকলেও বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিক প্রবণতা পর্যবেক্ষণ করছেন, যার মূল কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে তৈরি গ্রিনহাউস গ্যাস।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৈশ্বিক রেকর্ড অনুযায়ী গত দশটি বছরই ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ। ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য থাকলেও, জাতিসংঘ সম্প্রতি জানিয়েছে, এ লক্ষ্য এখন আর বাস্তবে অর্জনযোগ্য নয়। ফলে যত দ্রুত সম্ভব নিঃসরণ কমানো ছাড়া বিকল্প নেই। সিথ্রিএস ১৯৪০ সাল থেকে বৈশ্বিক তাপমাত্রার তথ্য সংগ্রহ করছে এবং ১৮৫০ সালের রেকর্ডের ভিত্তিতে তা যাচাই করে থাকে।