আগামী পাঁচ বছর যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: রাজনাথ সিং

- আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার
- / 103
পুবের কলম ওয়েবডেস্ক : ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মধ্যপ্রদেশের মহু সামরিক ছাউনিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, “যুদ্ধ কখন শুরু হবে বা কখন শেষ হবে তা অনুমান করা যায় না। দুই মাস হোক কিংবা পাঁচ বছরব্যাপী সংঘাত ভারতীয় সেনাকে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।”
অনুষ্ঠানে সেনাপ্রধানসহ প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজনাথ সিং জোর দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তা কেবল সেনাবাহিনীর দায়িত্ব নয়, এটি গোটা দেশের মিশন। ভারত অন্যের জমির দিকে নজর দেয় না, তবে দেশের এক ইঞ্চি মাটির সুরক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নিতে প্রস্তুত।
প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারত দ্রুত আত্মনির্ভরতার পথে এগোচ্ছে। জেট ইঞ্জিন তৈরি থেকে শুরু করে নানা প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর ভাষায়, ভারতের স্বপ্ন শুধু নিজের নিরাপত্তা নয়, বরং বিশ্বের সামনে শক্তি প্রদর্শনও।