৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
কেন্দ্রের গাফিলতিতে স্যান্ডউইচে রাজ্য

কেন্দ্রের গাফিলতি, বৃষ্টিতে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ: মানস ভুঁইঞা

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
  • / 165

কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং: পশ্চিমবঙ্গের একাধিক জেলায় লাগাতার অতিবৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে প্রবল বন্যা পরিস্থিতি। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি—বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের ‘উদাসীনতা’ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মানস ভুঁইঞা।

তিনি বলেন, “একদিকে প্রকৃতির তাণ্ডব, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জেরে রাজ্য কার্যত স্যান্ডউইচে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রকে জানিয়েছেন যেন আগাম সতর্কবার্তা দিয়ে জল ছাড়া হয়। মুখ্যসচিবও বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন। এমনকি সংশ্লিষ্ট দপ্তরের তরফেও অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কেন্দ্র কোনওরকম দায়িত্ব নেয়নি।”

আরও পড়ুন: Breaking: ১১৭ দিনের মাথায় প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল

মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রাজ্যের প্রশাসন বন্যা কবলিত এলাকাগুলিতে নেমে পড়েছে। উদ্ধারকাজ, ত্রাণ বিলি, আশ্রয় শিবির খোলা—সবকিছুই চলছে দ্রুত গতিতে। তিনি আরও বলেন, “মানুষ বাঁচানোই এখন মুখ্য লক্ষ্য। কিন্তু কেন্দ্রের কাছ থেকে আমরা সামান্য সহানুভূতির প্রত্যাশাও পাচ্ছি না। এটা দুর্ভাগ্যজনক।”

আরও পড়ুন: Breaking: আজই জয়েন্টের রেজাল্ট ও মেধাতালিকা প্রকাশের সম্ভাবনা

বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান মানস ভুঁইঞা। তাঁর অভিযোগ, রাজনীতি নয়—এই সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য, যা কেন্দ্র সরকার করতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ২০২৫: ওবিসি সংরক্ষণ ইস্যুতে হাই কোর্টের স্থগিতাদেশ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রের গাফিলতিতে স্যান্ডউইচে রাজ্য

কেন্দ্রের গাফিলতি, বৃষ্টিতে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ: মানস ভুঁইঞা

আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার

কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং: পশ্চিমবঙ্গের একাধিক জেলায় লাগাতার অতিবৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে প্রবল বন্যা পরিস্থিতি। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি—বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের ‘উদাসীনতা’ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মানস ভুঁইঞা।

তিনি বলেন, “একদিকে প্রকৃতির তাণ্ডব, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জেরে রাজ্য কার্যত স্যান্ডউইচে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রকে জানিয়েছেন যেন আগাম সতর্কবার্তা দিয়ে জল ছাড়া হয়। মুখ্যসচিবও বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন। এমনকি সংশ্লিষ্ট দপ্তরের তরফেও অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কেন্দ্র কোনওরকম দায়িত্ব নেয়নি।”

আরও পড়ুন: Breaking: ১১৭ দিনের মাথায় প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল

মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রাজ্যের প্রশাসন বন্যা কবলিত এলাকাগুলিতে নেমে পড়েছে। উদ্ধারকাজ, ত্রাণ বিলি, আশ্রয় শিবির খোলা—সবকিছুই চলছে দ্রুত গতিতে। তিনি আরও বলেন, “মানুষ বাঁচানোই এখন মুখ্য লক্ষ্য। কিন্তু কেন্দ্রের কাছ থেকে আমরা সামান্য সহানুভূতির প্রত্যাশাও পাচ্ছি না। এটা দুর্ভাগ্যজনক।”

আরও পড়ুন: Breaking: আজই জয়েন্টের রেজাল্ট ও মেধাতালিকা প্রকাশের সম্ভাবনা

বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান মানস ভুঁইঞা। তাঁর অভিযোগ, রাজনীতি নয়—এই সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য, যা কেন্দ্র সরকার করতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ২০২৫: ওবিসি সংরক্ষণ ইস্যুতে হাই কোর্টের স্থগিতাদেশ