০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৫০০ জনকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেবে বিত্ত নিগম

পুবের কলম
  • আপডেট : ২৮ নভেম্বর ২০২১, রবিবার
  • / 34

পুবের কলম প্রতিবেদকঃ গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু  উন্নয়ন ও বিত্ত নিগম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আবাসিক প্রশিক্ষণ দেয়। কিন্তু করোনা  পরিস্থিতিতে সেই কোচিং দেওয়া যায়নি। করোনা পরিস্তিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার আবার আবাশিক প্রশিক্ষণ দিতে চলেছে। এবছর ৫০০ জন আগ্রহী প্রার্থীকে প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশিক্ষণ দেবে। আজ রবিবার রাজ্যজুড়ে ১৩টি পরীক্ষা কেন্দ্রে স্কিনিং টেস্ট দেবে প্রায় সাড়ে পাঁচ হাজার চাকরী প্রার্থী।

সংখ্যালঘু  উন্নয়ন ও বিত্ত নিগম সূত্রে খবর– হাওড়া– কলকাতা– বারাসত–  সোনারপুর– বারুইপুর– বহরমপুর– কৃষ্ণনগর– বর্ধমান– শিলিগুড়ি– মালদা– খড়কপুরে স্কিনিং টেস্টের সেন্টার করা  হয়েছে এর মধ্যে ৪৪২৮ জন পুরুষ এবং ১০৯৪ জন মহিলা প্রার্তী রয়েছে। আগামী বছরের শুরুতেই উর্ত্তীণ পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে সংখ্যালঘু  উন্নয়ন ও বিত্ত নিগম।বিত্ত নিগম সূত্রে জানানো হয়েছে– স্কিনিং টেস্ট হবে ১ ঘণ্টার। দুপুর ১২ টা থেকে ২টো  পর্যন্ত পরীক্ষা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা নেওয়া হবে জেনারেল নলেজ– মাতৃভাষা– ইংরেজি এবং সাধারণ বিষয়ে।

আরও পড়ুন: মাইনোরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রফিকুল

পরীক্ষার ৭ দিনের মধ্যে ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। প্রার্থীর তালিকা বিত্ত নিগমের পোর্টালে প্রকাশ করা হবে। ডব্ল$বিসিএস ছাড়াও গ্রুপ-এ এবং সি এবং ডি-র  চাকরীর প্রশিক্ষণ পাবে পড়ুয়ারা।     

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫০০ জনকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেবে বিত্ত নিগম

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম প্রতিবেদকঃ গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু  উন্নয়ন ও বিত্ত নিগম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আবাসিক প্রশিক্ষণ দেয়। কিন্তু করোনা  পরিস্থিতিতে সেই কোচিং দেওয়া যায়নি। করোনা পরিস্তিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার আবার আবাশিক প্রশিক্ষণ দিতে চলেছে। এবছর ৫০০ জন আগ্রহী প্রার্থীকে প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশিক্ষণ দেবে। আজ রবিবার রাজ্যজুড়ে ১৩টি পরীক্ষা কেন্দ্রে স্কিনিং টেস্ট দেবে প্রায় সাড়ে পাঁচ হাজার চাকরী প্রার্থী।

সংখ্যালঘু  উন্নয়ন ও বিত্ত নিগম সূত্রে খবর– হাওড়া– কলকাতা– বারাসত–  সোনারপুর– বারুইপুর– বহরমপুর– কৃষ্ণনগর– বর্ধমান– শিলিগুড়ি– মালদা– খড়কপুরে স্কিনিং টেস্টের সেন্টার করা  হয়েছে এর মধ্যে ৪৪২৮ জন পুরুষ এবং ১০৯৪ জন মহিলা প্রার্তী রয়েছে। আগামী বছরের শুরুতেই উর্ত্তীণ পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে সংখ্যালঘু  উন্নয়ন ও বিত্ত নিগম।বিত্ত নিগম সূত্রে জানানো হয়েছে– স্কিনিং টেস্ট হবে ১ ঘণ্টার। দুপুর ১২ টা থেকে ২টো  পর্যন্ত পরীক্ষা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা নেওয়া হবে জেনারেল নলেজ– মাতৃভাষা– ইংরেজি এবং সাধারণ বিষয়ে।

আরও পড়ুন: মাইনোরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রফিকুল

পরীক্ষার ৭ দিনের মধ্যে ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। প্রার্থীর তালিকা বিত্ত নিগমের পোর্টালে প্রকাশ করা হবে। ডব্ল$বিসিএস ছাড়াও গ্রুপ-এ এবং সি এবং ডি-র  চাকরীর প্রশিক্ষণ পাবে পড়ুয়ারা।