০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ধমান ইংরেজি মডেল মাদ্রাসায় বিশ্বনবী দিবস উদযাপন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার
  • / 17

জে আব্বাস, শক্তিগড়: বর্ধমান ইংরেজি মডেল মাদ্রাসায় বৃহস্পতিবার বিশ্ব নবী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক আলি হোসেন মিদ্যা, বিশিষ্ট সমাজসেবী সেখ মানুয়ার হোসেন, শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ উজির আলি, শিক্ষাবিদ ড. সাবেরা খাতুন হেনা, সভাপতি আনসার আলম, মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ নাসরুদ্দিন, হাফিজ শাহিদ সালমান, বিশিষ্ট শিক্ষক আদর আলি, আমজাদ আলি, মাওলানা মহ বাকিবিল্লাহ, প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিগণ বিশ্ব মানবতার অগ্রদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনের বিভিন্ন দিক আলোচিত হয়। তাঁর দেখানো উন্নত সমাজ ভাবনা, ন্যায়ের চেতনা, মানবতাবোধ, দেশপ্রেম, শিক্ষার প্রতি গুরুত্ব, বিশেষত নারীর সম্মান প্রভৃতি দিক। চলতি বছরে শিক্ষারত্ন সম্মানে ভূষিত উজির বাবু বলেন, বিশ্ব মানবের শিক্ষক হযরত মুহাম্মদ (সা )এর নির্দেশিত পথ যদি আমরা সঠিকভাবে অনুসরণ করি তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে।

আরও পড়ুন: নবী দিবসে জাতীয় ছুটির দাবি ইদ্রিস আলির

বর্ধমান ইংরেজি মডেল মাদ্রাসায় বিশ্বনবী দিবস উদযাপন

আরও পড়ুন: বিশ্ব নবী দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা বলে অভিমত ব্যক্ত করেন। কারণ এখানে আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার পাশাপাশি নৈতিক শিক্ষার পাঠ হিসাবে রয়েছে আরবী ও ইসলাম পরিচয়। আলি হোসেন সাহেব বলেন, নবীজী ছিলেন প্রকৃতি অর্থে একজন সমাজ সংস্কারক। মানুয়ার সাহেব নবীজীর শিক্ষাচেতনার বিশেষ দিক সুচারুভাবে তাঁর বক্তব্যে তুলে ধরেন। ড.সাবেরা হিনা তাঁর বক্তব্যে মহানবীর নারীদের অধিকার, সম্মান ও মর্যাদা দেওয়ার দিকটি মনোজ্ঞ করে তুলে ধরেন। পাশপাশি , ছাত্রছাত্রীদের নবীজির শানে নাতে রাসূল ও গজলের মাধ্যমে অনুষ্ঠানটি আরও উজ্জীবিত হয়ে ওঠে। অনুষ্ঠানে শিক্ষারত্ন উজীর বাবুকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ধমান ইংরেজি মডেল মাদ্রাসায় বিশ্বনবী দিবস উদযাপন

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার

জে আব্বাস, শক্তিগড়: বর্ধমান ইংরেজি মডেল মাদ্রাসায় বৃহস্পতিবার বিশ্ব নবী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক আলি হোসেন মিদ্যা, বিশিষ্ট সমাজসেবী সেখ মানুয়ার হোসেন, শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ উজির আলি, শিক্ষাবিদ ড. সাবেরা খাতুন হেনা, সভাপতি আনসার আলম, মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ নাসরুদ্দিন, হাফিজ শাহিদ সালমান, বিশিষ্ট শিক্ষক আদর আলি, আমজাদ আলি, মাওলানা মহ বাকিবিল্লাহ, প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিগণ বিশ্ব মানবতার অগ্রদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনের বিভিন্ন দিক আলোচিত হয়। তাঁর দেখানো উন্নত সমাজ ভাবনা, ন্যায়ের চেতনা, মানবতাবোধ, দেশপ্রেম, শিক্ষার প্রতি গুরুত্ব, বিশেষত নারীর সম্মান প্রভৃতি দিক। চলতি বছরে শিক্ষারত্ন সম্মানে ভূষিত উজির বাবু বলেন, বিশ্ব মানবের শিক্ষক হযরত মুহাম্মদ (সা )এর নির্দেশিত পথ যদি আমরা সঠিকভাবে অনুসরণ করি তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে।

আরও পড়ুন: নবী দিবসে জাতীয় ছুটির দাবি ইদ্রিস আলির

বর্ধমান ইংরেজি মডেল মাদ্রাসায় বিশ্বনবী দিবস উদযাপন

আরও পড়ুন: বিশ্ব নবী দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা বলে অভিমত ব্যক্ত করেন। কারণ এখানে আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার পাশাপাশি নৈতিক শিক্ষার পাঠ হিসাবে রয়েছে আরবী ও ইসলাম পরিচয়। আলি হোসেন সাহেব বলেন, নবীজী ছিলেন প্রকৃতি অর্থে একজন সমাজ সংস্কারক। মানুয়ার সাহেব নবীজীর শিক্ষাচেতনার বিশেষ দিক সুচারুভাবে তাঁর বক্তব্যে তুলে ধরেন। ড.সাবেরা হিনা তাঁর বক্তব্যে মহানবীর নারীদের অধিকার, সম্মান ও মর্যাদা দেওয়ার দিকটি মনোজ্ঞ করে তুলে ধরেন। পাশপাশি , ছাত্রছাত্রীদের নবীজির শানে নাতে রাসূল ও গজলের মাধ্যমে অনুষ্ঠানটি আরও উজ্জীবিত হয়ে ওঠে। অনুষ্ঠানে শিক্ষারত্ন উজীর বাবুকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।