০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

     স্বামী মৃত্যুর ১০ দিন পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্ত্রী, চাঞ্চল্য এলাকায়   

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার
  • / 49

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্কঃ স্বামীর মৃত্যু হয়েছে দশ দিন আগে।তার মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী  স্ত্রী।এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে নদীয়ার শান্তিপুরে।গত রবিবার সকাল বেলা মহিলাটির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

সূত্রের খবর, মৃতার নাম চুমকি মঠ। নদিয়ার শান্তিপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তিনি।   তাঁর স্বামী সৌগত মঠের তার নিজস্ব এলাকায় একটি খাবারের দোকান ছিল। গত ৭ জুলাই,  মস্তিষ্কের কোনও জটিল সমস্যার কারণে মৃত্যু হয় সৌগতবাবুর অর্থাৎ চুমকির স্বামীর। স্বাভাবিকভাবেই বাড়িতে শোকের পরিবেশ বিরাজমান। আর তারই মাঝে এই ঘটনা। রবিবার সকালে সৌগত ও চুমকির মেয়ে দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মা অর্থাৎ চুমকিদেবী। সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্যদের জানানো হয় বিষয়টি। খবর দেওয়া হয় পুলিশেও।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

ঘটনাস্থলে পুলিশ গিয়ে, উদ্ধার করা হয় মহিলাটির ঝুলন্ত দেহ।তারপর দেহ টিকে ময়নাতদন্তের জন্য পাঠানোও হয়।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

কিন্তু কেনও ওই মহিলা আত্মঘাতী হলেন উঠেছে প্রশ্ন?

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

পরিবার সূত্রে খবর,, স্বামী সৌগত মারা যাওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন স্ত্রী চুমকি।  স্বামীর  মৃত্যুর পর অবসাদের জেরেই  এই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই মহিলা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ফের শোকের ছায়া পড়েছে ওই বাড়ি ও এলাকায়। এমনকি এই শোকস্তব্ধ মঠ পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর ও প্রতিবেশীরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

     স্বামী মৃত্যুর ১০ দিন পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্ত্রী, চাঞ্চল্য এলাকায়   

আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ স্বামীর মৃত্যু হয়েছে দশ দিন আগে।তার মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী  স্ত্রী।এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে নদীয়ার শান্তিপুরে।গত রবিবার সকাল বেলা মহিলাটির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

সূত্রের খবর, মৃতার নাম চুমকি মঠ। নদিয়ার শান্তিপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তিনি।   তাঁর স্বামী সৌগত মঠের তার নিজস্ব এলাকায় একটি খাবারের দোকান ছিল। গত ৭ জুলাই,  মস্তিষ্কের কোনও জটিল সমস্যার কারণে মৃত্যু হয় সৌগতবাবুর অর্থাৎ চুমকির স্বামীর। স্বাভাবিকভাবেই বাড়িতে শোকের পরিবেশ বিরাজমান। আর তারই মাঝে এই ঘটনা। রবিবার সকালে সৌগত ও চুমকির মেয়ে দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মা অর্থাৎ চুমকিদেবী। সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্যদের জানানো হয় বিষয়টি। খবর দেওয়া হয় পুলিশেও।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

ঘটনাস্থলে পুলিশ গিয়ে, উদ্ধার করা হয় মহিলাটির ঝুলন্ত দেহ।তারপর দেহ টিকে ময়নাতদন্তের জন্য পাঠানোও হয়।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

কিন্তু কেনও ওই মহিলা আত্মঘাতী হলেন উঠেছে প্রশ্ন?

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

পরিবার সূত্রে খবর,, স্বামী সৌগত মারা যাওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন স্ত্রী চুমকি।  স্বামীর  মৃত্যুর পর অবসাদের জেরেই  এই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই মহিলা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ফের শোকের ছায়া পড়েছে ওই বাড়ি ও এলাকায়। এমনকি এই শোকস্তব্ধ মঠ পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর ও প্রতিবেশীরা।