১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জী

মারুফা খাতুন
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 468

পুবের কলম ওয়েবডেস্ক : অভিনয় জগতের নক্ষত্রপতন। সোমবার সকালেই প্রয়াত হয়েছেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৫ই আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৭ই আগস্ট তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।

পরিবারের তরফে জানানো হয়েছে সকাল ১১টা ৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ মুহুর্তে তাঁর পাশে ছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা। পরিবার জানিয়েছে নিয়ম মেনেই মৃত্যুর চার ঘণ্টা পর শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনয় জগতের ক্ষেত্রেও, তাঁর বিশেষ অবদান রয়েছে। তাঁর অভিনীত হীরক জয়ন্তী, মিলন তিথি, জীবন মরণ, নাগমতি বিশেষভাবে উল্লেখযোগ্য।

আরও পড়ুন: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

অভিনেতার প্রথম স্ত্রী ও তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, জানিয়েছেন, জয়-ই তাঁর জীবনের একমাত্র পুরুষ। তাকে কোনদিনও ভুলতে পারবো না। সারজীবনের মত সবাইকে  ছেড়ে চলে যাচ্ছে জয়। জীবনের এই শেষ মুহুর্তে জয়ের পাশে থাকব।

আরও পড়ুন: প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সরোজা দেবী

২০১৪ সালে শতাব্দী রায়ের বিপরীতে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি তিনি। এরপরে ২০২১ সালে রাজনীতি থেকে অবসর নিয়েছেন তিনি।

আরও পড়ুন: Breaking: ভেন্টিলেশন থেকে বের করে বাই প্যাপ সাপোর্টে বুদ্ধদেব ভর্টাচার্য

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জী

আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : অভিনয় জগতের নক্ষত্রপতন। সোমবার সকালেই প্রয়াত হয়েছেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৫ই আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৭ই আগস্ট তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।

পরিবারের তরফে জানানো হয়েছে সকাল ১১টা ৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ মুহুর্তে তাঁর পাশে ছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা। পরিবার জানিয়েছে নিয়ম মেনেই মৃত্যুর চার ঘণ্টা পর শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনয় জগতের ক্ষেত্রেও, তাঁর বিশেষ অবদান রয়েছে। তাঁর অভিনীত হীরক জয়ন্তী, মিলন তিথি, জীবন মরণ, নাগমতি বিশেষভাবে উল্লেখযোগ্য।

আরও পড়ুন: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

অভিনেতার প্রথম স্ত্রী ও তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, জানিয়েছেন, জয়-ই তাঁর জীবনের একমাত্র পুরুষ। তাকে কোনদিনও ভুলতে পারবো না। সারজীবনের মত সবাইকে  ছেড়ে চলে যাচ্ছে জয়। জীবনের এই শেষ মুহুর্তে জয়ের পাশে থাকব।

আরও পড়ুন: প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সরোজা দেবী

২০১৪ সালে শতাব্দী রায়ের বিপরীতে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি তিনি। এরপরে ২০২১ সালে রাজনীতি থেকে অবসর নিয়েছেন তিনি।

আরও পড়ুন: Breaking: ভেন্টিলেশন থেকে বের করে বাই প্যাপ সাপোর্টে বুদ্ধদেব ভর্টাচার্য