১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সরোজা দেবী

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
  • / 207

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সরোজা দেবী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭। সোমবার সকালে বেঙ্গালুরুতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, বেশ কিছুদিন ধরে বয়ঃজনিত কারণে ভুগছিলেন তিনি। বলা বাহুল্য, পাঁচটি ভাষায় ২০০-অধিক ছবি করেছেন তিনি ৷ কাজ করেছেন হিন্দি সিনে দুনিয়ার স্টলওয়ার্ট দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, সুনীল দত্ত, শাম্মি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে ৷

এদিন সরোজা দেবীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল সাইটে লিখেছেন, সরোজা দেবির প্রয়াণে আমি শোকাহত। সিনে জগতে সরোজা দেবীর অবদান অনস্বীকার্য ৷

আরও পড়ুন: প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জী

 

আরও পড়ুন: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

মাত্র ১৭ বছর বয়সে সিনে জগতে পা রাখেন সরোজা দেবী। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া কন্নড় ছবি ‘মহাকবি কালিদাস’ দিয়েই শুরু হয় তার অভিনয়-যাত্রা। এরপর ১৯৫৮ সালে এম জি রামচন্দ্রনের বিপরীতে ‘নাডোডি মান্নান’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান। ছবির সাফল্যে তিনি হয়ে ওঠেন পরিচিত নাম। শুরু হয় তামিল সিনেমায় তার দীর্ঘ রাজত্ব।

কন্নড় ভাষায় তিনি ডঃ রাজকুমার, কল্যাণকুমার, উদয়কুমারের সঙ্গে অভিনয় করেছে। তেলেগু ভাষায় তিনি এ নাগেশ্বর রাও, এনটি রামা রাওয়ের সঙ্গে উপহার দিয়েছেন হিট সিনেমা ৷ তামিল ভাষায় তিনি জেমিনি গণেশন, শিবাজি গণেশনের সঙ্গে ২২ টি হিট ছবিতে এবং এমজি. রামচন্দ্রনের সঙ্গে ২৬টি হিট ছবিতে অভিনয় করেছেন। তার এহেন কাজের জন্য দক্ষিণী সিনেমা জগতের ‘অভিনয়া সরস্বতী’ নামেও ডাকা হয় ৷

প্রসঙ্গত,  সিনেমা জগতে অবদানের জন্য ১৯৬৯ সালে পদ্মশ্রী এবং ১৯৯২ সালে পদ্মভূষণে ভূষিত হন তিনি। পাশাপাশি তামিলনাড়ুর কালাইমামানি পুরস্কার এবং বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও পেয়েছেন। এছাড়াও সরোজা দেবী তাঁর জীবদ্দশায় বহু পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন।

১৯৩৮ সালের ৭ জানুয়ারি বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন সরোজা দেবী। তিনি ছিলেন পুলিশ অফিসার ভৈরাপ্পা এবং রুদ্রম্মার চতুর্থ কন্যা। তার স্বামী শ্রীহর্ষ ১৯৬৮ সালে মারা যান। সরোজা দেবী ছয়ের দশকে তাঁর শাড়ি, গয়না এবং চুলের স্টাইল দিয়ে ট্রেন্ড স্থাপন করেছিলেন। এদিকে তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নামে সিনে জগতে। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে শোকবার্তা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সরোজা দেবী

আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সরোজা দেবী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭। সোমবার সকালে বেঙ্গালুরুতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, বেশ কিছুদিন ধরে বয়ঃজনিত কারণে ভুগছিলেন তিনি। বলা বাহুল্য, পাঁচটি ভাষায় ২০০-অধিক ছবি করেছেন তিনি ৷ কাজ করেছেন হিন্দি সিনে দুনিয়ার স্টলওয়ার্ট দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, সুনীল দত্ত, শাম্মি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে ৷

এদিন সরোজা দেবীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল সাইটে লিখেছেন, সরোজা দেবির প্রয়াণে আমি শোকাহত। সিনে জগতে সরোজা দেবীর অবদান অনস্বীকার্য ৷

আরও পড়ুন: প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জী

 

আরও পড়ুন: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

মাত্র ১৭ বছর বয়সে সিনে জগতে পা রাখেন সরোজা দেবী। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া কন্নড় ছবি ‘মহাকবি কালিদাস’ দিয়েই শুরু হয় তার অভিনয়-যাত্রা। এরপর ১৯৫৮ সালে এম জি রামচন্দ্রনের বিপরীতে ‘নাডোডি মান্নান’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান। ছবির সাফল্যে তিনি হয়ে ওঠেন পরিচিত নাম। শুরু হয় তামিল সিনেমায় তার দীর্ঘ রাজত্ব।

কন্নড় ভাষায় তিনি ডঃ রাজকুমার, কল্যাণকুমার, উদয়কুমারের সঙ্গে অভিনয় করেছে। তেলেগু ভাষায় তিনি এ নাগেশ্বর রাও, এনটি রামা রাওয়ের সঙ্গে উপহার দিয়েছেন হিট সিনেমা ৷ তামিল ভাষায় তিনি জেমিনি গণেশন, শিবাজি গণেশনের সঙ্গে ২২ টি হিট ছবিতে এবং এমজি. রামচন্দ্রনের সঙ্গে ২৬টি হিট ছবিতে অভিনয় করেছেন। তার এহেন কাজের জন্য দক্ষিণী সিনেমা জগতের ‘অভিনয়া সরস্বতী’ নামেও ডাকা হয় ৷

প্রসঙ্গত,  সিনেমা জগতে অবদানের জন্য ১৯৬৯ সালে পদ্মশ্রী এবং ১৯৯২ সালে পদ্মভূষণে ভূষিত হন তিনি। পাশাপাশি তামিলনাড়ুর কালাইমামানি পুরস্কার এবং বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও পেয়েছেন। এছাড়াও সরোজা দেবী তাঁর জীবদ্দশায় বহু পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন।

১৯৩৮ সালের ৭ জানুয়ারি বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন সরোজা দেবী। তিনি ছিলেন পুলিশ অফিসার ভৈরাপ্পা এবং রুদ্রম্মার চতুর্থ কন্যা। তার স্বামী শ্রীহর্ষ ১৯৬৮ সালে মারা যান। সরোজা দেবী ছয়ের দশকে তাঁর শাড়ি, গয়না এবং চুলের স্টাইল দিয়ে ট্রেন্ড স্থাপন করেছিলেন। এদিকে তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নামে সিনে জগতে। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে শোকবার্তা।