১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৩১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভেন্টিলেশনে রয়েছেন রুশদি, হারাতে পারেন চোখ, ঘাতকের নাম প্রকাশ করল মার্কিন পুলিশ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার
  • / 142

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বুকার জয়ী স্যাটানিক ভার্সাসের লেখক সলমন রুশদি শুক্রবার ছুরিকাহত হন। কমপক্ষে কয়েক মিনিটের ব্যবধানে ২৪ বার কোপানো হয় তাঁকে। এই মূহুর্তে আন্তর্জাতিক লেখকের অবস্থা অত্যন্ত আশংকাজনক। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। রুশদির একটা চোখ নষ্টের আশংকা করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জী

নিউইয়র্ক পুলিশ ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে রুশদির ঘাতকের নাম। ভারতীয় বংশোদ্ভূত লেখকের ওপর হামলাকারীর নাম হাদি মাতার। ২৪ বছর বয়সী মাতার ইরানীয় বংশোদ্ভূত। বর্তমানে তার ঠিকানা অবশ্য ক্যালিফোর্নিয়া।

আরও পড়ুন: Breaking: ভেন্টিলেশন থেকে বের করে বাই প্যাপ সাপোর্টে বুদ্ধদেব ভর্টাচার্য

১৯৮৮ সালে প্রকাশিত হয় স্যাটানিক ভার্সেস। তারপ এক দশক পর জন্ম হয় হাদির। শিয়া সম্প্রদায় ভুক্ত এই যুবকইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’-এর গভর্নর ভাবে অনুরক্ত। তবে সে কোন কট্টরপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

আরও পড়ুন: বর্ষবরণের রাতে হিট অ্যান্ড রান নয়ডায়, ভেন্টিলেশনে ইঞ্জিনিয়ারিং ছাত্রী

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভেন্টিলেশনে রয়েছেন রুশদি, হারাতে পারেন চোখ, ঘাতকের নাম প্রকাশ করল মার্কিন পুলিশ

আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বুকার জয়ী স্যাটানিক ভার্সাসের লেখক সলমন রুশদি শুক্রবার ছুরিকাহত হন। কমপক্ষে কয়েক মিনিটের ব্যবধানে ২৪ বার কোপানো হয় তাঁকে। এই মূহুর্তে আন্তর্জাতিক লেখকের অবস্থা অত্যন্ত আশংকাজনক। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। রুশদির একটা চোখ নষ্টের আশংকা করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জী

নিউইয়র্ক পুলিশ ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে রুশদির ঘাতকের নাম। ভারতীয় বংশোদ্ভূত লেখকের ওপর হামলাকারীর নাম হাদি মাতার। ২৪ বছর বয়সী মাতার ইরানীয় বংশোদ্ভূত। বর্তমানে তার ঠিকানা অবশ্য ক্যালিফোর্নিয়া।

আরও পড়ুন: Breaking: ভেন্টিলেশন থেকে বের করে বাই প্যাপ সাপোর্টে বুদ্ধদেব ভর্টাচার্য

১৯৮৮ সালে প্রকাশিত হয় স্যাটানিক ভার্সেস। তারপ এক দশক পর জন্ম হয় হাদির। শিয়া সম্প্রদায় ভুক্ত এই যুবকইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’-এর গভর্নর ভাবে অনুরক্ত। তবে সে কোন কট্টরপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

আরও পড়ুন: বর্ষবরণের রাতে হিট অ্যান্ড রান নয়ডায়, ভেন্টিলেশনে ইঞ্জিনিয়ারিং ছাত্রী