আনসারুল্লাহ প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবির নিহতের দাবি ইসরাইলের
Ansarullah vows: ইয়েমেনে হামলা ইসরাইলের, প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি আনসারুল্লাহর

- আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 70
পুবের কলম,ওয়েবডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। তাদের দাবি, এই হামলায় ইরান-সমর্থিত হুথি আনসারুল্লাহ (Ansarullah vows )সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি শহিদ হয়েছেন। যদিও এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি স্থানীয় প্রশাসন।
আন্তর্জাতিক সংস্থা সূত্রে খবর, এদিন দেশটির ঘনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন তেল, বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং রাষ্ট্রপতি প্রাসাদ এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির পরিকাঠামো দুর্বল ও ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ স্থানীয় নেতাদের হত্যা ছিল এই হামলার মূল উদ্দেশ্য।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, ভারী বোমাবর্ষণের পর শহরের উপরে ঘন কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ উঠছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানীতে টানা ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি যুদ্ধজাহাজগুলোও এই হামলায় অংশ নিয়েছে। যা সামরিক আগ্রাসনের একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইসরাইলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে। দেশটির সংবাদমাধ্যমগুলো দাবি করে, আনসারুল্লাহ-নেতৃত্বাধীন সেনাবাহিনীর একাধিক কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে ইয়েমেনি কর্মকর্তা নসর আল-দীন আমের এই দাবি প্রত্যাখ্যান করেন। তার বক্তব্যে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধানের মতো শীর্ষ কমান্ডাররা এ হামলার লক্ষ্য ছিলেন না। চলমান উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
IMF Executive Director হলেন উর্জিত প্যাটেল
এই ঘটনায় ইয়েমেনের সুপ্রিম পলিটিকাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাশাত দেশটির জনগণ এবং সশস্ত্র বাহিনীর প্রতি সংহতি প্রকাশ করেছেন। আল-মাশাত গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, “গাজায় আমাদের ভাইদের সমর্থনে আমাদের অবস্থান দৃঢ় এবং অটল। গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের নীতিগত, নৈতিক, ইসলামী এবং মানবিক অবস্থান থেকে কখনো পিছু হটব না।”
সূত্রের দাবি, বৃহস্পতিবার রাতে ইসরাইলি যুদ্ধবিমান হাদাহ এলাকার একটি বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ করে। এতে প্রধানমন্ত্রী আল-রাহাভি, তার কয়েকজন সহযোগীসহ অন্তত চারজন নিহত হন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলেও জানানো হয়। আনসারুল্লাহ আন্দোলন (Ansarullah vows) গত বছরের ১০ আগস্ট আল-রাহাভিকে তাদের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। সূত্রটি ইঙ্গিত দিয়েছে, আনসারুল্লাহ শিগগিরই তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।