ফের খুলছে আফগানিস্তানের ব্যাঙ্কগুলি, ভিড় বাড়ছে গ্রাহকদের

- আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
- / 36
পুবের কলম, ওয়েবডেস্কঃ এক সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের খুলছে আফগানিস্তানের ব্যাঙ্কগুলি। ব্যাঙ্কের সামনে চোখে পড়ছে গ্রাহকদের লম্বা লাইন। গত ১৫ আগস্ট তালিবানরা কাবুল দখলের পর থেকেই বন্ধ রয়েছে সেই দেশের ব্যাঙ্কগুলি।
ব্যাঙ্কের সামনে ভিড় করা মানুষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাদের অধিকাংশই আত্মীয়-স্বজন এবং বন্ধুদের থেকে ঋণ নিয়ে চাহিদা মিটাচ্ছে যা প্রয়োজনের তুলনায় খুবই কম। বিশেষ করে যারা বেসরকারি চাকরি করতো তাদের দুর্ভোগ বেড়েছে বেশি। তালিবান কাবুল দখলের পর অনেক বেসরকারি প্রতিষ্ঠানই কর্মী ছাটাই করেছে।
এদিকে তালিবানরা ধীর গতিতে সরকারি অফিসগুলো পুনরায় চালু করছে যেহেতু তারা এখনো প্রশাসনিক কাঠামো ঘোষণা করেনি। গত সপ্তাহে তালিবান নেতারা বলেছিলেন অর্থ মন্ত্রণালয় সরকারি অধিকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ করবে।